ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

টেলিযোগাযোগ খাতে রাজস্ব বকেয়া ১৯০০ কোটি টাকা

এনআর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৪, ১ ফেব্রুয়ারি ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টেলিযোগাযোগ খাতে রাজস্ব বকেয়া ১৯০০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডসহ (বিটিসিএল) ২৯টি মোবাইল ও আন্তর্জাতিক গেটওয়ে (আইজিডব্লিউ) অপারেটরের কাছে সরকারের বকেয়া রাজস্বের পরিমাণ ১৯০০ দশমিক ৮৫ কোটি টাকা বলে সংসদে জানানো হয়েছে। 

দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে রোববার নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলমের লিখিত প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।

মন্ত্রী জানান, আর্ন্তজাতিক কল আদান-প্রদানের জন্য সরকারি মালিকানাধীন কোম্পানি বিটিসিএলসহ বাংলাদেশে মোট ২৯টি আইজিডব্লিউ অপারেটর রয়েছে। এর মধ্যে বিটিসিএলসহ ২৩টি অপারেটরের কার্যক্রম চলমান রয়েছে। যার মধ্যে বিটিসিএল ব্যতিত বাকি ২২টি অপারেটরের কাছে সরকারের ৩৫৭ দশমিক ৭৬ কোটি টাকা রাজস্ব পাওনা রয়েছে।

তিনি আরো জানান, লাইসেন্সিং গাইডলাইনের শর্তানুসারে নির্ধারিত সময়সীমার মধ্যে রাজস্ব পরিশোধে ব্যর্থ হওয়ায় ছয়টি অপারেটরের কার্যক্রম বা কল পরিচালনা বন্ধ করে দেওয়া হয়েছে। এই ছয়টির কাছে সরকারে বকেয়ার পরিমাণ ৫৮৮ দশমিক ৪ কোটি টাকা।

২০০৮ সালে থেকে এখন পর্যন্ত বিটিসিএলের কাছে বকেয়ার পরিমাণ ৯৫৪ দশমিক ৪ কোটি টাকা।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১ ফেব্রুয়ারি ২০১৫/এনআর/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়