ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০২, ১৫ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কেরানীগঞ্জ থানা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় মুক্তা রানী নামে ১১ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় পৌনে ৭টার দিকে শিশুটি তার পিসি কনক রানীর সঙ্গে ঘুরতে বের হলে কেরানীগঞ্জ মডেল টাউনের খাম্বা এলাকায় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।

গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টায় মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মোটরসাইকেল ও চালককে স্থানীয়রা আটক করে রেখেছেন বলে জানা গেছে।

ঢামেক হাসপাতাল সূত্র জানায়, শিশুটির বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়ার ধাওয়া গ্রামে। তার বাবার নাম শিশু মিস্ত্রী। শিশুটি স্থানীয় একটি স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ত। গত ১২ দিন আগে কেরানীগঞ্জে সে তার পিসি কনক রানীর বাসায় বেড়াতে এসেছিল। আগামীকাল শুক্রবার তার বাড়ি যাওয়া কথা ছিল।

কনক রানী রাইজিংবিডিকে জানান, তারা সন্ধ্যায় ঘুরতে বের হয়েছিলেন। এ সময় একটি মোটরসাইকেল এসে তার ভাতিজীতে ধাক্কা দেয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, কাল বাড়ি যাবে, এজন্য শেষবারের মতো ঘুরতে বের হয়েছিলাম। এছাড়া তার জন্য কিছু কেনাকাটা করারও ইচ্ছে ছিল। কিন্তু হঠাৎ করেই এ দুর্ঘটনা ঘটল।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।


রাইজিংবিডি/ঢাকা/১৫ জুন ২০১৭/নূর/মুশফিক

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়