ঢাকা     রোববার   ০১ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ১৭ ১৪৩১

সায়েন্সল্যাব, ধানমন্ডিতে কোটাবিরোধীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২২, ১৮ জুলাই ২০২৪   আপডেট: ২০:২৫, ১৮ জুলাই ২০২৪
সায়েন্সল্যাব, ধানমন্ডিতে কোটাবিরোধীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ

দেশজুড়ে কোটাবিরোধী আন্দোলনকারীদের পূর্বঘোষিত কর্মসূচি ‘কমপ্লিট শাটডাউন’ চলছে। কর্মসূচি চলাকালীন দিনব্যাপী ব্যাপক সহিংসতার খবর পাওয়া গেছে। ইতোমধ্যে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ এবং ছাত্রলীগের সংঘর্ষে নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বহু আন্দোলনকারী শিক্ষার্থী আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

রাজধানীতে দিনব্যাপী বিভিন্ন স্থানে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজধানীর সায়েন্স ল্যাবে সিটি কলেজ, ঢাকা ও আইডিয়াল কলেজের ছাত্রদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ চলছে। এ সময় আন্দোলনকারীরা পুলিশ বক্সে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। 

এ দিকে ধানমন্ডি-২৭ এর পশ্চিম পাশে (সাতমসজিদ রোড) পুলিশের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও প্রচুর পরিমানে টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এতে অনেক পথচারীও আহত হন। 

এক পর্যায়ে সংঘর্ষ ধানমন্ডি-২৭ সহ পুরো লালমাটিয়া এলাকায় ছড়িয়ে পড়লে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

মেয়া/তারা


সর্বশেষ

পাঠকপ্রিয়