ঢাকা     শুক্রবার   ২৭ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১২ ১৪৩১

আখাউড়া স্থলবন্দর মহাসড়ক পরিদর্শনে সড়ক সচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১২, ২৭ সেপ্টেম্বর ২০২৪  
আখাউড়া স্থলবন্দর মহাসড়ক পরিদর্শনে সড়ক সচিব

আশুগঞ্জ নদীবন্দর-সরাইল-ধরখার-আখাউড়া স্থলবন্দর মহাসড়ক পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক। এ মহাসড়ককে চার লেনের জাতীয় মহাসড়কে উন্নীতকরণ প্রকল্পে নিয়োজিত ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন দেশে ফিরে যাওয়ায় বর্তমানে কাজ বন্ধ আছে। ফলে, প্রায় চার কিলোমিটার রাস্তার বেহাল দশার কারণে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। 

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) পরিদর্শন শেষে রাস্তা মেরামত এবং ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজনের নিরাপত্তার বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন সড়ক সচিব। মতবিনিময় সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার ও স্থানীয় জনগণ পুনরায় কাজ শুরু করলে ভারতীয়দের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সচিবকে আশ্বস্ত করেছেন।

মহাসড়ক পরিদর্শনকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ঊধ্বর্তন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  

এএএম/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়