ঢাকা     রোববার   ২৯ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১৪ ১৪৩১

বিমানবন্দর সংলগ্ন এলাকাকে ‘নীরব এলাকা’ ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১১, ২৯ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১২:১২, ২৯ সেপ্টেম্বর ২০২৪
বিমানবন্দর সংলগ্ন এলাকাকে ‘নীরব এলাকা’ ঘোষণা

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকা ও তার উত্তর-দক্ষিণে দেড় কিলোমিটার এলাকাকে 'নিরব এলাকা' হিসেবে ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

রোববার (২৯ সেপ্টেম্বর) ডিএনসিসি সূত্রে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ এর বিধি-৪ অনুযায়ী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকা ও তার উত্তর এবং দক্ষিণে দেড় কিলোমিটার (স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল 'ল্য মেরিডিয়ান' পর্যন্ত) এলাকাকে 'নিরব এলাকা' হিসেবে ঘোষণা করা হলো।

বিষয়টি ১ অক্টোবর থেকে কার্যকর হবে বলেও জানানো হয়।

এমএ/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়