ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মূলহোতা তারেকের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল: আইনমন্ত্রী

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৩, ১০ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মূলহোতা তারেকের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল: আইনমন্ত্রী

সচিবালয় প্রতিবেদক: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন,  ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার রায়ে এই হামলার মূল হোতা খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল। 

বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগকে দেশ থেকে শেষ করে দেওয়ার জন্য যড়যন্ত্র হয়েছিল, তার নায়ক ছিলেন তারেক রাহমান। এ অবস্থায় তারেক রহমানকে আজকের রায়ে যাবজ্জীবন দেওয়া হয়েছে। কিন্তু আমাদের ধারণা, তার মৃত্যুদণ্ডই হওয়া উচিত ছিল। কেননা, এই হামলা কার্যকর করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন যারা, তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।’

তিনি  আরো বলেন, ‘আজকে আমরা মনে করি বিচার পেয়েছে দেশবাসী। কোনো মামলায়ই বিচার করেনি বিএনপি তাদের আমলে; এমনকি জিয়াউর রহমান হত্যা মামলায়ও তারা  (বিএনপি) বিচার করতে পারেনি। বিএনপি কোনো দিনই আইনের শাসন মানে না। আজকে আমরা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার পদক্ষেপ নিয়েছি, এখন সকল মামলার বিচার হচ্ছে।’

তারেক রহমান, কায়কোবাদ ও হারিছ চৌধুরীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, সেটা নিয়ে উচ্চ আদালতে ফাঁসির জন্য আপিল করা হবে কিনা  জানতে চাইলে  তিনি বলেন,  ‘রায়ের কাগজপত্র পাওয়ার পর চিন্তা ভাবনা করবো।’




রাইজিংবিডি/ঢাকা/১০ অক্টোবর ২০১৮/নঈমুদ্দীন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়