ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সানজামুলের ৭ উইকেটেও তিনশ’ ছাড়াল রংপুর

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫০, ৩০ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সানজামুলের ৭ উইকেটেও তিনশ’ ছাড়াল রংপুর

ক্রীড়া ডেস্ক: সানজামুল ইসলাম বল হাতে একাই ৭ উইকেট নিলেও বড় সংগ্রহ গড়ায় রংপুরকে দমিয়ে রাখতে পারেনি রাজশাহী বিভাগ।

ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে রংপুর ক্রিকেট গ্রাউন্ডে রাজশাহীর বিপক্ষে খেলছে রংপুর বিভাগ। প্রথম স্তরের এ ম্যাচে তিন ফিফটিতে ভর করে নিজেদের প্রথম ইনিংসে আজ ৩৩৬ রান অলআউট হয়েছে রংপুর। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২ উইকেটে হারিয়ে আজ ৬৪ রান করেছে রাজশাহী বিভাগ। তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামার আগে রংপুরের চেয়ে ২৭২ রানে পিছিয়ে রয়েছে রাজশাহী।

হাতে ৫ উইকেট নিয়ে দলীয় ২৩০ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে রংপুর। দিনের শুরুতে ব্যাটিংয়ে নামেন গতকালের অপরাজিত ব্যাটসম্যান নাঈম ইসলাম (৬৩) ও ধীমান ঘোষ (১৩)। তবে আজ নিজের ইনিংসকে খুব একটা লম্বা করতে পারেননি নাঈম ইসলাম। ব্যক্তিগত ৮৯ রানের মাথায় শফিকুল ইসলামের বলে বোল্ড হয়েছেন তিনি। ২৬৮ বলে ১০টি চারের সাহায্যে এ ইনিংস সাজান নাঈম ইসলাম।

তবে ১৩ রান নিয়ে খেলতে নামা ধীমান ঘোষ নিজের ইনিংসকে টানতে টানতে ফিফটিতে নিয়ে গেছেন। ১৫৬ বলে ৬টি চারে ৫৭ রান করে সানজামুলের শিকার হয়েছেন তিনি। শেষ দিকে ২৩ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক সাজেদুল ইসলাম।

বল হাতে গতকাল ৩ উইকেটের পর আজ আরো ৪টি উইকেট পান রাজশাহীর বোলার সানজামুল ইসলাম। দুটি উইকেট পান শফিকুল ইসলাম। এছাড়া বাকি উইকেটটি নেন দেলোয়ার হোসেন।

জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটি করতে নেমে দলীয় ২২ রানেই ২ উইকেট হারায় রাজশাহী। এ সময় ব্যক্তিগত ৩ রানে মাইশুকুর রহমান ও ১ রানে সাব্বির হোসেন সাজঘরে ফেরেন। রংপুরের হয়ে দুটি উইকেটই পেয়েছেন রবিউল হক। তবে ৩৫ রান নিয়ে অপরাজিত রয়েছেন জুনায়েদ সিদ্দকী। তার সঙ্গে ১৯ রানে অপরাজিত ফরহাদ হোসেন।



রাইজিংবিডি/ঢাকা/৩০ অক্টোবর ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়