ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ফিরেই মুস্তাফিজের উইকেট

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৭, ১৭ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফিরেই মুস্তাফিজের উইকেট

ছবি : মিলটন আহমেদ

প্রথম রাউন্ডে খেলার জন্য বিমানবন্দর পর্যন্ত এসেও ফিরে গিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। কাঁধে অস্ত্রোপচারের পর জাতীয় দলের অন্যতম সেরা এ পেসারকে ঘরোয়া ক্রিকেটে খুব একটা দেখা যায় না। ভারত সফরের আগে এবার জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে মাঠে নেমেই উইকেটের দেখা পেয়েছেন মুস্তাফিজ।

শেখ আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনে আজ রাজশাহী বিভাগের মুখোমুখি হয় মুস্তাফিজের দল খুলনা বিভাগ। টস হেরে খুলনার আমন্ত্রণে আগে ব্যাট করতে নেমে মুস্তাফিজের আঘাতে শুরুটা ভালো হয়নি রাজশাহীর।

নিজের দ্বিতীয় ওভার করতে এসেই উইকেটের দেখা পেয়েছেন মুস্তাফিজ। ওভারের প্রথম বলেই রাজশাহীর ওপেনার মিজানুর রহমানকে সরাসরি বোল্ড করে সাজঘরে পাঠান তিনি।

ঘরোয়া ক্রিকেটের ম্যাচগুলোতে মুস্তাফিজের অংশগ্রহণ অনিয়মিত। জাতীয় দলের ব্যস্ত সূচি, চোটের ধাক্কা মিলিয়ে অভিষেকের পর প্রথম শ্রেণির ক্রিকেটে তাকে পাওয়া গেছে সামান্য। অভিষেক মৌসুমের পর ছয়টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। এর মধ্যে ২০১৮-১৯ মৌসুমে কোনো ম্যাচ খেলেনি।

২০১৭-১৮ মৌসুমে খুলনার হয়ে এক ম্যাচে ৩ উইকেট, ২০১৬-১৭ মৌসুমে জাতীয় লিগে কোনো ম্যাচ খেলেননি। বিসিএলে সাউথ জোনের হয়ে দুই ম্যাচে ৪ উইকেট এবং ২০১৫-১৬ মৌসুমে জাতীয় লিগে তিন ম্যাচে ১২ উইকেট পেয়েছিলেন তিনি।


ঢাকা/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়