ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

এবার পারলেন না ইমরুল

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৮, ১৮ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এবার পারলেন না ইমরুল

ওয়ালটন ২১তম জাতীয় ক্রিকেট লিগে প্রথম সেঞ্চুরি পেয়েছিলেন ইমরুল কায়েস। সেই সেঞ্চুরিকে টেনে নিয়ে জাতীয় ক্রিকেট লিগে প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত ছিলেন তিনি। প্রথম রাউন্ডের পর দারুণ ফর্মে থাকা এ তারকা দ্বিতীয় রাউন্ডের শুরুতেও ছিলেন দুর্দান্ত। খুলনা বিভাগের হয়ে ব্যাট করতে নেমে আজ সেঞ্চুরির খুব কাছে গিয়েও আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছে তাকে।

প্রথম রাউন্ডে ইমরুলের ডাবল সেঞ্চুরিতে রংপুর বিভাগের বিপক্ষে খুলনার ম্যাচটি ড্র হয়েছিল। দ্বিতীয় রাউন্ডে শেখ আবু নাসের স্টেডিয়ামে এবার খুলনার প্রতিপক্ষ রাজশাহী বিভাগ। টস হেরে আগে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ২৬১ রান করেছিল রাজশাহী। জবাবে ইমরুল ও তুষার ইমরানদের ব্যাটে লড়ছে খুলনা।

ইনিংসের শুরুতে আজ শূন্য রানে সাজঘরে ফিরে খুলনাকে চাপে ফেলেছিলেন সৌম্য সরকার। সেখান থেকে ওপেনার এনামুল হকের সঙ্গে দলকে টেনে তোলার কাজটি করেন ইমরুল কায়েস। ধৈর্য্যশীল ব্যাটিংয়ে ফিফটির পর সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন তিনি। তবে তিন অঙ্ক থেকে মাত্র ৭ রান দূরে থাকতেই রানআউটের খড়গে কাটা পড়েন তিনি। ইনিংসের ৬৩তম ওভারে রাআউট হওয়ার আগে ১৯০ বলে ১০টি চারে ৯৩ রান করেন ইমরুল। আগের ম্যাচে খুলনার হয়ে ২০২ রান করে অপরাজিত ছিলেন তিনি।


ঢাকা/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়