ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

লেগ স্পিনার রিশাদের পাঁচ উইকেট

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৩, ২৬ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লেগ স্পিনার রিশাদের পাঁচ উইকেট

আগের রাউন্ডে লেগ স্পিনার না খেলানোয় বরখাস্ত হতে হয়েছিল রংপুর ও ঢাকা বিভাগের কোচকে। রংপুরের হয়ে জাতীয় লিগের তৃতীয় রাউন্ডে একাদশে সুযোগ পেয়েছেন রিশাদ হোসেন। মাঠে নেমে প্রথম দিনেই পাঁচ উইকেট নিয়েছেন ১৭ বছর বয়সি এই লেগ স্পিনার।

প্রথম স্তরের ম্যাচে রিশাদের দারুণ বোলিংয়ে প্রথম দিন রাজশাহী গুটিয়ে গেছে ২০১ রানেই। দিন শেষে রংপুরও সুবিধাজনক অবস্থানে নেই। ৩২ রান তুলতেই হারিয়েছে ২ উইকেট।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে টস জিতে ব্যাট করতে নেমেছিল রাজশাহী। তবে শুরুটা ভালো হয়নি। চতুর্থ ওভারেই সাজেদুল ইসলামের বলে বোল্ড হয়ে ফেরেন সাব্বির হোসেন (৫)। টিকতে পারেননি জুনায়েদ সিদ্দিকও (৭)।

উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি মিজানুর রহমান। লাঞ্চের আগে তাকে ফিরিয়ে প্রথম উইকেট নেন রিশাদ। তরুণ লেগ স্পিনার লাঞ্চের পর ফেরান নাজমুল হোসেন শান্ত ও সাব্বির রহমানকে।

শান্ত ৬৭ বলে করেন ৩৪ রান। সাব্বির প্রথম রাউন্ডে ব্যর্থতার পর দ্বিতীয় রাউন্ডে সুযোগ পাননি কম্বিনেশনের কারণে। আবার সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছেন ডানহাতি ব্যাটসম্যান। ৩৩ বলে করেন ৮ রান।

রাজশাহী এরপর উইকেট হারিয়েছে নিয়মিত বিরতিতেই। অধিনায়ক ফরহাদ হোসেন ছাড়া আর কেউ পঞ্চাশে যেতে পারেননি। ১১৩ বলে ৬০ রান করা ফরহাদকে ফিরিয়েই রিশাদ পূর্ণ করেন পাঁচ উইকেট।

২০ ওভারে ৫০ রানে ৫ উইকেট নেন রিশাদ। প্রথম শ্রেণির ক্রিকেটে তৃতীয় ও জাতীয় লিগে প্রথম ম্যাচ খেলতে নামা রিশাদ স্বীকৃতি ক্রিকেটে প্রথমবারের মতো পাঁচ উইকেট পেলেন।

বাঁহাতি স্পিনার সোহরাওয়ার্দী শুভ ৩৭ রানে নেন ২ উইকেট। অভিজ্ঞ পেসার সাজেদুল ইসলামও নেন ২ উইকেট, ১৫ রানে।

জবাবে তৃতীয় ওভারেই মাহমুদুল হাসানকে হারায় রংপুর। তিন নম্বরে উঠে আসা সোহরাওয়ার্দীও টেকেননি। দুই অঙ্কে যেতে পারেননি কেউই। দেলোয়ার হোসেন ফেরান মাহমুদকে। তাইজুল ইসলামের বলে বোল্ড সোহরাওয়ার্দী।

দিনের শেষ এগারো ওভারে আর কোনো বিপদ হতে দেননি মেহেদী মারুফ ও নাঈম ইসলাম। ওপেনার মারুফ ৫৩ বলে ১৯ ও নাঈম ৩১ বলে ৬ রানে অপরাজিত আছেন।

 

ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়