ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

৬০০ উইকেটের মাইলফলকে রাজ্জাক

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৮, ২ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৬০০ উইকেটের মাইলফলকে রাজ্জাক

অপেক্ষা ছিল ৬ উইকেটের। আব্দুর রাজ্জাককে বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হলো না। প্রথম বাংলাদেশি বোলার হিসেবে গড়লেন প্রথম শ্রেণির ক্রিকেটে ৬০০ উইকেট নেওয়ার অনন্য কীর্তি।

ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের প্রথম দিন শনিবার মিরপুরে খুলনার হয়ে রংপুরের বিপক্ষে এই মাইলফলক ছুঁয়েছেন ৩৭ বছর বয়সি রাজ্জাক।

৫৯৪ উইকেট নিয়ে এদিন বোলিং শুরু করেছিলেন রাজ্জাক। বাঁহাতি স্পিনার প্রথম সেশনে মেহেদী মারুফের উইকেট নিয়ে এগিয়ে যান মাইলফলকের দিকে।

দ্বিতীয় সেশনে রাজ্জাকের শিকার নাসির হোসেন, ধীমান ঘোষ ও সাজেদুল ইসলাম। চা বিরতির পর আরিফুল হককে ফিরিয়ে পূর্ণ করেন পাঁচ উইকেট। নিজের পরের ওভারে রবিউল হককে বোল্ড করে ছুঁয়ে ফেলেন ৬০০ উইকেটের মাইলফলক।

প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি রাজ্জাক আগে থেকেই। গত বছর প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন। এবার উঠে গেলেন ৬০০ উইকেটের চূড়ায়।

প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের আর কোনো বোলারের ৫০০ উইকেটও নেই। দ্বিতীয় সর্বোচ্চ ৪৭৭ উইকেট আছে আরেক বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়রের।

 

ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়