ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে খুলনার প্রতিপক্ষ রাজশাহী

আব্দুল্লাহ এম রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৫, ৮ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে খুলনার প্রতিপক্ষ রাজশাহী

ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ড শুরু হচ্ছে আজ শনিবার থেকে। প্রতিযোগিতার চতুর্থ রাউন্ড পর্যন্ত দুই জয়ে ২৬.৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে খুলনা বিভাগ। সর্বোচ্চ ৬ বারের চ্যাম্পিয়ন খুলনা বিভাগের শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে শনিবার মুখোমুখি হবে রাজশাহী বিভাগের। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

প্রথম স্তরের অপর ম্যাচে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ঢাকা বিভাগের প্রতিপক্ষ রংপুর বিভাগ। তবে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ম্যাচ নির্ধারিত সময়ে শুরু হওয়া নিয়ে শঙ্কা রয়েছে। গতকাল শুক্রবার বিকেল থেকে ঢাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে।

এই ম্যাচে বেশ কয়েকজন ক্রিকেটারকে পাচ্ছে না খুলনা। এর মধ্যে সর্বশেষ ম্যাচে দলকে জেতানো মেহেদী হাসানকে পাচ্ছে না আব্দুর রাজ্জাকের দল। ইমার্জিং এশিয়া কাপের দলে যোগ দিয়েছেন তিনি। এছাড়া ভারতে টেস্ট দলে যোগ দিতে গতকাল ঢাকা ছেড়েছেন খুলনার আরও দুই ক্রিকেটার ইমরুল কায়েস ও মেহেদী হাসান মিরাজ। প্রথম দুই রাউন্ডে খুলনার হয়ে খেলা সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুনও দলে নেই ভারত সফরের জন্য।

পঞ্চম রাউন্ডে খুলনা বিভাগের দল : এনামুল হক বিজয়, রবিউল ইসলাম, হাসানুজ্জামান, তুষার ইমরান, ইমরান উজ্জমানান, নুরুল হাসান সোহান, জিয়াউর রহমান জনি, মইনুল ইসলাম সোহেল, আব্দুর রাজ্জাক, টিপু সুলতান, আব্দুল হালিম, রুবেল হোসেন, অমিত মজুমদার ও নাহিদুল হক।


খুলনা/রুবেল/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়