ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শামসুর রহমানের সপ্তদশ সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৯, ৯ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শামসুর রহমানের সপ্তদশ সেঞ্চুরি

ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে রাজশাহীতে মুখোমুখি হয়েছে ঢাকা মেট্রো ও সিলেট বিভাগ। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস হেরে সকালে ব্যাট করতে নামে ঢাকা মেট্রো। দুপুরে প্রথম শ্রেণির ক্যারিয়ারের ১৭তম সেঞ্চুরি তুলে নিয়েছেন শামসুর রহমান। ১৯১ বল খেলে ১৩টি চারের সাহায্যে ১১৪ রান করে আউট হন তিনি।

সকালে ব্যাট করতে নেমে ১৭ রানের মাথায় আজমির আহমেদ আউট হয়ে সাজঘরে ফেরেন। এরপর মাঠে নামেন শামসুর রহমান। রাকিন আহমেদকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ৯৮ রানের জুটি গড়েন। মার্শাল আইয়্যুব দ্রুত ফিরে যাওয়ার পর চতুর্থ উইকেটে আল-আমিনকে সঙ্গে নিয়ে ১২৬ রানের জুটি গড়েন।

সেঞ্চুরি থেকে তিনি যখান ১ রান দূরে, তখন চা বিরতির সময় হয়। ফিরে এসে নাসুম আহমেদের করা ৬৪তম ওভারের চতুর্থ বলে ২ রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন শামসুর। প্রথম শ্রেণির ক্রিকেটে এটা তার সপ্তদশ (১৭তম) সেঞ্চুরি।

প্রথম শ্রেণির ক্রিকেটে তার সর্বোচ্চ সংগ্রহ ২৬৭ রান। এই ম্যাচের আগে ২১২ ইনিংসে মাঠে নেমে রান করেছেন ৭ হাজার ২৪৫টি। যেখানে ১৬টি সেঞ্চুরির পাশাপাশি ৩৭টি হাফ সেঞ্চুরি ছিল।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়