ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শেষ দিনের নাটকীয়তায় হারল পাকিস্তান

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২২, ২ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শেষ দিনের নাটকীয়তায় হারল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক : আবুধাবি টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের জন্য নিজেদের কাজটা ভালোই করেছিলেন পাকিস্তানি বোলাররা।কিন্তু শেষদিনে ব্যাটসম্যানদের ব্যর্থতায় লঙ্কানদের বিপক্ষে ২১ রানে নাটকীয়ভাবে হেরেছে পাকিস্তান।

প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৪১৯ রানের জবাবে সবকটি উইকেট হারিয়ে ৪২২ রান করেছিল পাকিস্তান। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের তোপে মাত্র ১৩৮ রান করতে সক্ষম হয়েছিল শ্রীলঙ্কা। ফলে জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্য পায় সরফরাজ আহমেদের দল।

১৩৬ রানের লক্ষ্য পেয়ে জয়ের জন্য আজ একপ্রকার প্রহরই গুনছিল পাকিস্তানি সমর্থকরা। কিন্তু নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় হারের তিক্ত স্বাদ পেতে হয়ছে আনপ্রেডিক্টেবল পাকিস্তানকে।

নিজেদের দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে গতকাল ৬৯ রান তুলতেই ৪ উইকেট হারায় শ্রীলঙ্কা। দলীয় সংগ্রহ ১৩৮ পৌঁছতেই আজ শেষ দিনে বাকি ৬ উইকেট হারায় লঙ্কানরা। এরপর পাকিস্তান দল ব্যাটিংয়ে নামার পরও বোলারদের দাপট অব্যাহত থাকে। পাকিস্তানের হয়ে দ্বিতীয় ইনিংসে হারিস সোহেল সর্বোচ্চ ৩৪ রানের ইনিংস খেলতে পেরেছেন। এছাড়া আসাদ শফিক ২০ ও অধিনায়ক সরফরাজ আহমেদ ১৯ রান করেন। বাকিদের মধ্যে আর কেউ দুই অঙ্ক ছুঁতে না পারায় ১১৪ রানেই থেমে যায় পাকিস্তানের ইনিংস।

বল হাতে রঙ্গনা হেরাথ একাই ৬টি উইকেট নিয়ে পাকিস্তানের ইনিংস ধসিয়ে দেন। এছাড়া দিলরুয়ান পেরেরা ৩টি উইকেট নেন। সুরঙ্গা লাকমাল নেন ১টি উইকেট।

সব মিলে টেস্ট ক্রিকেটে ভুতড়ে একটি দিন গেল আজ। পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানের হারে আজ ১৭.১ ওভারে ৭ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ওদিকে আবুধাবি টেস্টে শ্রীলঙ্কা ও পাকিস্তান দল আজ উইকেট হারিয়েছে মোট ১৬টি। সব মিলে টেস্টে আজ ২৩ উইকেটের পতন দেখেছে ক্রিকেট বিশ্ব।



রাইজিংবিডি/ঢাকা/২ অক্টোবর ২০১৭/শামীম/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়