ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভয়ডরহীন বাংলাদেশের প্রশংসায় ভারতের অধিনায়ক

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৫, ১৯ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভয়ডরহীন বাংলাদেশের প্রশংসায় ভারতের অধিনায়ক

ক্রীড়া ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে ১৬৬ রান খুব বড় স্কোর নয়। এই রান নিয়েও ভারতের বিপক্ষে বাংলাদেশ যেভাবে লড়াই করেছে সেটা প্রশংসার দাবিদার। ম্যাচের শেষ বল পর্যন্ত ফেভারিট থেকে হেরে গেছে টাইগাররা। হারলেও তারা নিদাহাস ট্রফিতে ভয়ডরহীন ক্রিকেট খেলেছে। ফাইনালেও তার ব্যতিক্রম হয়নি। এমন বাংলাদেশের প্রশংসা না করে পারেননি ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

তিনি বলেন, ‘বাংলাদেশ ভয়ডরহীন ক্রিকেট খেলেছে। এটা আসলে ভালো দিক। যখন আপনি যেভাবে চাইবেন সেভাবে সবকিছু হবে না, তখন আপনি তেতে যেতে পারেন। তবে বাংলাদেশ যেভাবে ক্রিকেট খেলেছে সেটা প্রশংসনীয়। তারা নিঃসন্দেহে ভালো দল। আমরা দেখেছি গেল তিন বছরে কিভাবে তারা তাদের ক্রিকেটটাকে পরিবর্তন করেছে। তাদের দলে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন। তারা তরুণদের নার্সিং করে গড়ে তুলছেন।’

শেষ ২ ওভারে ভারতের জয়ের জন্য ৩৪ রান প্রয়োজন ছিল। দিনেশ কার্তিক মাঠে নেমে রুবেলের করা ১৯তম ওভারে ২২ রান নিয়ে ম্যাচটি বের করে আনেন। দিনশেষে অনেকে রুবেল হোসেন ও সৌম্য সরকারকে দোষ দিলেও রোহিত শর্মা সমর্থন করেছেন দুই বোলারকে, ‘আসলে ডেথ ওভারে বল করাটা সহজ নয়। সৌম্য তার প্রথম চার বলে মাত্র ৭ রান দিয়েছে। এরপর পঞ্চম বলে বিজয় শঙ্করকে আউট করেছে। কিন্তু তার হাফ-ভলি বলকে কার্তিক ছক্কা মেরে ম্যাচ জিতিয়েছেন। আসলে আমরা জানতাম সৌম্য পার্ট-টাইম বোলার। প্রিমিয়ার বোলার না। ডেথ ওভারে যেকোনো বোলারের ক্ষেত্রে এমন কিছু ঘটতেই পারে। ডেথ ওভারে বল করাটা কখনোই সহজ নয়। তবে সেক্ষেত্রে চাপটা থাকে বোলারের উপর, ব্যাটসম্যানের নয়।’



রাইজিংবিডি/ঢাকা/১৯ মার্চ ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়