ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

নির্বাচনী ইশতেহারে নদী রক্ষায় নীতিমালা দাবি

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১১, ২১ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নির্বাচনী ইশতেহারে নদী রক্ষায় নীতিমালা দাবি

নিজস্ব প্রতিবেদক : রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে নদী রক্ষায় সুনির্দিষ্ট নীতিমালা অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত ‘তুরাগ নদী (আমিন বাজার তুরাগ ব্রীজ পর্যন্ত) রক্ষা’ কর্মসূচির অনুষ্ঠানে এ দাবি করে সংগঠনটি।

বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন অনুষ্ঠানে বলেন, ‘ইতিমধ্যে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন, বাংলাদেশের নদ-নদী রক্ষায় ১৭ দফা প্রস্তাবনা সরকারের সংশ্লিষ্ট দপ্তরে এবং সকল রাজনৈতিক দলের মহাসচিব বরাবর পেশ করেছি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হাফিজা আক্তার, জাতীয় নদী গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মো. লুৎফর রহমান, সংগঠনের সহ-সভাপতি বাচ্চু মিয়া, ড. মুহসিন আলী ম-ল উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/২১ সেপ্টেম্বর ২০১৮/মামুন খান/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়