ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

১৬ হাজার টাকা মজুরি ঘোষণার দাবি

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৮, ২১ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১৬ হাজার টাকা মজুরি ঘোষণার দাবি

নিজস্ব প্রতিবেদক : গার্মেন্টস শ্রমিকদের জন্য ঘোষিত মজুরি ৮ হাজার টাকা বাতিল করে অবিলম্বে ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা ঘোষণার দাবি জানিয়েছে বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতি।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানায় সংগঠনটি।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা সরকার ও মালিকপক্ষের কাছে অনেক দিন যাবৎ দাবি করে আসছি শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা নির্ধারণের জন্য। সরকার রাষ্ট্রায়ত্ব কলকারখানার শ্রমিকদের ১০০ শতাংশ মজুরি বৃদ্ধি করলেও গার্মেন্টস শ্রমিকদের বেসিক ৫১ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এই মজুরি দিয়ে দ্রব্যমূল্যের সঙ্গে সঙ্গতি রেখে একজন সাধারণ শ্রমিকের সংসার চালানো রীতিমত অসম্ভব। বক্তারা অবিলম্বে ১৬ হাজার টাকা মজুরি ঘোষণার দাবি জানান।

মানববন্ধনে সংগঠনের সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোস্তাক, সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক ও অন্যরা উপস্থিত ছিলেন। 



রাইজিংবিডি/ঢাকা/২১ সেপ্টেম্বর ২০১৮/মামুন খান/শাহনেওয়াজ 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়