ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের ধর্মঘট স্থগিত

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২০, ১৬ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের ধর্মঘট স্থগিত

নিজস্ব প্রতিবেদক, খুলনা: খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের নয় দফা দাবি আদায়ে শুরু হওয়া ৯৬ ঘণ্টার ধর্মঘট স্থগিত করা হয়েছে।

সোমবার রাতে ঢাকায় শ্রম অধিদপ্তরে দীর্ঘ বৈঠকের পর ধর্মঘটসহ সকল কর্মসূচি স্থগিত করা হয়। বিষয়টি নিশ্চিত করেন প্লাটিনাম জুবিলি জুট মিলের সিবিএ সভাপতি শাহানা শারমিন।

তিনি জানান, পাটকল শ্রমিকদের ৯৬ ঘন্টার ধর্মঘট চলাকালে গতকাল ঢাকা শ্রম অধিদপ্তরে সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২৫ এপ্রিলের মধ্যে শ্রমিকদের ১০ সপ্তাহের মজুরি পূর্বের হারে এবং তিন মাসের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া আগামী ১৮ মে’র মধ্যে মজুরি কমিশন শ্রমিকদের হাজিরা খাতায় লিপিবদ্ধ করার প্রতিশ্রুতিতে এ ধমর্ঘট স্থগিত করা হয়েছে বলেও জানান শাহানা শারমিন।

শ্রম অধিদপ্তরের সভায় সভাপতিত্ব করেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। এছাড়া সভায় বিজেএমসির চেয়ারম্যান, পরিচালক, পাটকল শ্রমিকলীগ, সারাদেশের সিবিএ-ননসিবিএ নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল সোমবার ভোর ছয়টা থেকে শুরু হয় এ ধর্মঘট। এসময় শ্রমিকরা রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি পালন করে।



রাইজিংবিডি/ খুলনা/১৬ এপ্রিল ২০১৯/মুহাম্মদ নূরুজ্জামান/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়