ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ সচল

আব্দুল্লাহ আল নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৩, ১৬ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ সচল

নিজস্ব প্রতিবেদক, সিলেট : প্রায় সাড়ে তিন ঘণ্টা পর সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে লাইনচ্যুত হওয়া ট্রেন উদ্ধার করা হলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এর আগে ঢাকা থেকে ছেড়ে সিলেটগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের একটি বগি সকাল ১১ টার দিকে জেলার ফেঞ্চুগঞ্জ মল্লিকপুর এলাকায় লাইনচ্যুত হয়। খবর পেয়ে কুলাউড়া থেকে একটি রিলিফ ট্রেন সেখানে গিয়ে লাইনচ্যুত বগিটি উদ্ধার করে।

ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও রেল স্টেশনের কর্তব্যরত মাস্টার ইমাম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর রেলওয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা ঘটনাস্থল পরিদর্শন করে রিলিফ ট্রেনের মাধ্যমে দুপুর আড়াই টায় উদ্ধার কাজ সম্পন্ন করেন।

এর আগে বিভিন্ন স্টেশনে কুশিয়ারা এক্সপ্রেস, সিলেট অভিমুখী পারাবত এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছিল বলেও জানান তিনি।





রাইজিংবিডি/সিলেট/১৬ মে ২০১৯/আব্দুল্লাহ আল নোমান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়