ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইসিতে ২৭২ প্রার্থীর তালিকা দিল আওয়ামী লীগ

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫২, ৯ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইসিতে ২৭২ প্রার্থীর তালিকা দিল আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে ২৫৮ জন এবং ১৪ দলীয় জোটের শরিক দলের ১৬ জনসহ ২৭৪ জন প্রার্থীর তালিকা নির্বাচন কমিশনে জমা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

এসব প্রার্থীর সবাই নৌকা প্রতীকে নির্বাচন করলেও জাতীয় পার্টি (জেপি-মঞ্জু) থেকে আনোয়ার হোসেন মঞ্জু (পিরোজপুর-২) ও মোহাম্মদ রুহুল আমিন (কুড়িগ্রাম-৪) বাইসাকেল প্রতীকে নির্বাচন করবেন।

রোববার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে আওয়ামী লীগ ও দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত ২৭৪ সদস্যের তালিকা সম্বলিত চিঠি নির্বাচন কমিশনের জমা দেওয়া হয়েছে।

চিঠিতে শেখ হাসিনা বলেন, ‘গণপ্রতিনিধত্ব অধ্যাদেশ আদেশ ১৯৭ (আরপিও১৯৭২) এর অনুচ্ছেদ ১৬ (২) ও ১৬ অনুযায়ী আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশে আওয়ামী লীগের মনোনীত নির্বাচনী এলাকাভিত্তিক প্রার্থীদের চূড়ান্ত তালিকা সংযুক্ত করা হলো। অতএব এ তালিকা অনুযায়ী সকল প্রার্থীকে ‘নৌকা’ প্রতীক বরাদ্দ প্রদান করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হলো।



রাইজিংবিডি/ঢাকা/৯ ডিসেম্বর ২০১৮/হাসিবুল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়