ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নির্বাচনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান বন্ধু সমাজের

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৫, ২১ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নির্বাচনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান বন্ধু সমাজের

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে সবাইকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ বন্ধু সমাজ নামে একটি সংগঠন।

শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে আয়োজক সংগঠনের সভাপতি এফ আহমেদ রাজীব, সদস্য অ্যাডভোকেট সুলতান আহমেদ, মোয়াজ্জেম হোসেন খান, এইচ এম সিরাজ, অধ্যাপক আলতাফ হোসেন, রাজু আহমেদ খান বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, আমরা দেশে শান্তিপূর্ণ পরিবেশ চাই, কোনো সংঘাত চাই না। সে লক্ষ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন কোনো কলহ-দ্বন্দ্ব ও সংঘাত না হয়- এ জন্য দেশের সব রাজনৈতিক দলসহ শ্রেণি পেশার মানুষের প্রতি অনুরোধ জানাচ্ছি।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২১ ডিসেম্বর ২০১৮/মামুন খান/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়