ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সিলেটে প্রথমবারই মোমেনের বাজিমাত

আব্দুল্লাহ আল নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৬, ৩০ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিলেটে প্রথমবারই মোমেনের বাজিমাত

নিজস্ব প্রতিবেদক, সিলেট : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদার আসন খ্যাত সিলেট-১ (সিটি করপোরেশন ও সদর উপজেলা) আসনে প্রথমবারই বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়ে বাজিমাত দেখালেন আওয়ামী লীগের ড. এ কে আবদুল মোমেন।

তিনি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই।

রোববার রাতে ভোট গণনা শেষে সবকটি আসনে তিনি পেয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৬৯৬ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের খন্দকার আবদুল মুক্তাদির পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৮৫১ ভোট। সেই হিসেবে ভোটের ব্যবধান ১ লাখ ৭৪ হাজার ৮৪৫টি।

ফলাফল গণনা শেষে রাত সোয়া দশটার দিকে তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন সিলেটের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী এম এমদাদুল ইসলাম। সিলেট-১ আসনে ভোটকেন্দ্রের সংখ্যা ২১৫টি।

এ আসনের সংসদ সদস্য বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। যিনি এবারের নির্বাচনে অংশ নেননি। যে কারণে তার ভাই নৌকার মনোনয়ন পান।

সিলেট-১ আসনে বিভিন্ন দলের আরো ৮ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। এ আসনে মোট ভোটার ৫ লাখ ৪৩ হাজার ৫৩০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮৬ হাজার ২৬৭ ও নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ২৬৩ জন।

 

 

 

রাইজিংবিডি/সিলেট/৩১ ডিসেম্বর ২০১৮/আব্দুল্লাহ আল নোমান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়