ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

৬ হাজার ১৭৬ ভোট পেলেন রনি

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২০, ৩০ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৬ হাজার ১৭৬ ভোট পেলেন রনি

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত গোলাম মাওলা রনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাত্র ৬ হাজার ১৭৬ ভোট পেয়েছেন।

এ কারণে তার জামানত বাজেয়াপ্ত হয়েছে। এ নির্বাচনে তিনি বিএনপি থেকে মনোনয়ন পেয়েছিলেন। পটুয়াখালী-৩ সংসদীয় আসনের তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার ভাগ্নে আওয়ামী লীগের এস এম শাহাজাদা। তিনি বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি ২ লাখ ১৫ হাজার ৫৭৯ ভোট পেয়েছেন।

রোববার নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানা গেছে।

আইন অনুযায়ী জামানতের টাকা ফেরত পেতে হলে প্রদত্ত ভোটের ৮ ভাগের একভাগ পেতে হয়।

ওই আসনে মোট ভোটার ২ লাখ ৯৮ হাজার ৪৯৭ জন। রনি পটুয়াখালী-৩ আসন থেকে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সাংসদ নির্বাচিত হন। পরে তিনি দল থেকে বহিষ্কৃত হন। ২০১৪ সালের নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়নি তাকে। এবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে বিএনপিতে যোগ দেন।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩১ ডিসেম্বর ২০১৮/হাসিবুল/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়