ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পাবনা-৪ আসনে শামসুর রহমান শরীফ বিজয়ী

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৩, ৩০ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাবনা-৪ আসনে শামসুর রহমান শরীফ বিজয়ী

নিজস্ব প্রতিবেদক : পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে নৌকার প্রার্থী ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

তিনি পেয়েছেন ২৩৯৫৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত খালেদা জিয়ার উপদেষ্টা ও বিএনপির কেন্দ্রীয় নেতা ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ৪৮৮৪০ ভোট।

রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কেন্দ্রে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ঈশ্বরদীর ৮৪ কেন্দ্র ও আটঘরিয়ার ৪৫ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়। কোনো কেন্দ্রে ভোট বাতিল করা হয়নি।

বেসরকারিভাবে নৌকার বিজয়ের খবরে শামসুর রহমান শরীফের বাড়িতে আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকরা উল্লাস প্রকাশ করেন।

শামসুর রহমান শরীফ পাবনা-৪ আসনের ভোটারসহ সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শামসুর রহমান শরীফ ১৯৪০ সালের ১০ মার্চ পাবনা জেলার সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর শানিরদিয়াঢ় গ্রামের মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম লুৎফর রহমান এবং মাতার নাম জোবেদা খাতুন। তার পৈতৃক নিবাস পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের লক্ষ্মীকুন্ডা গ্রামে। প্রবীণ এই রাজনীতিবিদ বাংলাদেশের বর্তমান ভূমিমন্ত্রী।

 

 

 

রাইজিংবিডি/৩১ ডিসেম্বর ২০১৮/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়