ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নোয়াখালীর ৬টি আসনই আ.লীগের

মাওলা সুজন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৪, ৩১ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নোয়াখালীর ৬টি আসনই আ.লীগের

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের প্রতিটিতেই আওয়ামী লীগের প্রার্থী জয়লাভ করেছেন। এসব আসনে তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কমপক্ষে দেড় লাখ ভোটে পরাজিত হয়েছেন।

নোয়াখালী-১ : (চাটখিল-সোনাইমুড়ি আংশিক)। আওয়ামী লীগের এইচ এম ইব্রাহিম পেয়েছেন নৌকা প্রতীকে ২,৩৮,৯৭০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহবুব উদ্দিন খোকন পেয়েছেন ধানের শীষে ১৪,৮৬২ ভোট।

নোয়াখালী-২ : (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক)। আওয়ামী লীগের মোরশেদ আলম পেয়েছেন নৌকা প্রতীকে ১,৭৭,৩৯১ ভোট। বিএনপির জয়নাল আবেদীন ফারুক ধানের শীষে পেয়েছেন ২৬,১৬৯ ভোট।

নোয়াখালী-৩ : (বেগমগঞ্জ)। আওয়ামী লীগের মামুনুর রশীদ কিরন নৌকা প্রতীকে পেয়েছেন ২,১৭,৪২৯ ভোট। বিএনপির বরকত উল্যা বুলু ধানের শীষে পেয়েছেন ৫৩,৭৯০ ভোট।

নোয়াখালী-৪ : (সদর-সূবর্ণচর)। আওয়ামী লীগের একরামুল করিম চৌধুরী নৌকা প্রতীকে পেয়েছেন ৩,৯৬,০২২ ভোট। বিএনপির মো. শাহজাহান ধানের শীষে পেয়েছেন ২৩,২৫৭ ভোট।

নোয়াখালী-৫ : (কোম্পানীগঞ্জ-কবিরহাট)। আওয়ামী লীগের ওবায়দুল কাদের নৌকা প্রতীকে পেয়েছেন ২,৫২,৭৪৪ ভোট। বিএনপির মওদুদ আহমদ ধানের শীষে পেয়েছেন ১০,৯৭০ ভোট।

নোয়াখালী-৬ : (হাতিয়া)। আওয়ামী লীগের আয়েশা ফেরদৌস পেয়েছেন নৌকা প্রতীকে ২,১০,০১৫ ভোট। বিএনপির ফজলুল আজিম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪৭১৫ ভোট।



রাইজিংবিডি/নোয়াখালী/৩১ ডিসেম্বর ২০১৮/মাওলা সুজন/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়