ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

কুমিল্লার ১১টি আসনেই নৌকার জয়

জাহাঙ্গীর আলম ইমরুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৯, ৩১ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুমিল্লার ১১টি আসনেই নৌকার জয়

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার ১১টি আসনের সবকটিতে নৌকার প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

কুমিল্লা-১ আসনে নৌকার প্রার্থী সুবিদ আলী ভূঁইয়া পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৪৯ ভোট। ধানের শীষের প্রার্থী ড. খন্দকার মোশারফ হোসেন পেয়েছেন ৯৪ হাজার ৪১৪ ভোট।

কুমিল্লা-২ আসনে নৌকার প্রার্থী সেলিমা আহমাদ মেরী পেয়েছেন ২ লাখ ৫ হাজার ৫১২ এবং ধানের শীষের প্রার্থী মোশাররফ হোসেন পেয়েছেন ২০ হাজার ৭৫৯ ভোট।

কুমিল্লা-৩ আসনে নৌকার প্রার্থী ইউসুফ আব্দুল্লাহ হারুন পেয়েছেন ২ লাখ ৭৩ হাজার ১৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কে এম মজিবুল হক ধানের শীষ পেয়েছেন ১২ হাজার ৩৫৮ ভোট।

কুমিল্লা-৪ আসনে নৌকার প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল পেয়েছেন ২ লাখ ৪০ হাজার ৫৪৪টি ভোট। ধানের শীষের প্রার্থী আবদুল মালেক রতন পেয়েছেন ৭ হাজার ৯৫৮ ভোট।

কুমিল্লা-৫ আসনে নৌকার প্রার্থী আবদুল মতিন খসরু পেয়েছেন ২ লাখ ৯০ হাজার ৫৪৭। ধানের শীষের অধ্যক্ষ মো. ইউনুস পেয়েছেন ১১ হাজার ৯৬০।

কুমিল্লা-৬ আসনে নৌকার প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহার পেয়েছেন ২ লাখ ৯৬ হাজার ৩০০ ভোট। ধানের শীষের প্রার্থী আমিন উর রশিদ ইয়াছিন পেয়েছেন ১৮ হাজার ৫৩৭ ভোট।

কুমিল্লা-৭ আসনে নৌকার প্রার্থী অধ্যাপক আলী আশরাফ পেয়েছেন ১ লাখ ৮৪ হাজার ৯০১ ভোট। ধানের শীষের প্রার্থী ড. রেদেয়ান আহমেদ পেয়েছেন ১৫ হাজার ৭৪৭ ভোট।

কুমিল্লা-৮ আসনে নৌকার প্রার্থী নাছিমুল আলম চৌধুরী নজরুল পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৬৫৯ ভোট এবং ধানের শীষের প্রার্থী জাকারিয়া তাহের সুমন ৩৪ হাজার ২১৯ ভোট।

কুমিল্লা-৯ আসনে নৌকার প্রার্থী তাজুল ইসলাম পেয়েছেন পেয়েছেন ২ লাখ ৭০ হাজার ৬০২ ভোট এবং ধানের শীষের প্রার্থী আনোয়ারুল আজিম পেয়েছেন ১১ হাজার ৯ ভোট।

কুমিল্লা-১০ আসনে নৌকার প্রার্থী আ হ ম মুস্তফা কামাল পেয়েছেন ৪ লাখ ৫ হাজার ২৯৯ ভোট এবং ধানের শীষের প্রার্থী মনিরুল হক চৌধুরী পেয়েছেন ১২ হাজার ৪৮ ভোট।

কুমিল্লা-১১ আসনে নৌকার প্রার্থী মুজিবুল হক পেয়েছেন ২ লাখ ৮২ হাজার ২৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখার প্রার্থী মো. কামাল উদ্দিন ২ হাজার ২৫৭ ভোট। তৃতীয় হয়েছেন ধানের শীষের প্রার্থী ড. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। তিনি পেয়েছেন ১ হাজার ১০১ ভোট।




রাইজিংবিডি/কুমিল্লা/৩১ ডিসেম্বর ২০১৮/জাহাঙ্গীর আলম ইমরুল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়