ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শেখ হাসিনার ক্লিন ইমেজেই মহাজোটের মহাবিজয় : বাবলা

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৭, ৩১ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শেখ হাসিনার ক্লিন ইমেজেই মহাজোটের মহাবিজয় : বাবলা

জ্যেষ্ঠ প্রতিবেদক : লাঙলে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঢাকা- ৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জাপা’র সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা।

তিনি বলেন, ‘১০ বছরে মহাজোট সরকারের উন্নয়ন এবং এই উন্নয়নের মহানায়ক শেখ হাসিনার ক্লিন ইমেজের কারণেই আজ মহাজোটের মহাবিজয় হয়েছে। এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি বাঙালীর দুঃখী মানুষের ঠিকানা শেখ হাসিনার প্রতি। প্রাক্তন সফল রাষ্ট্রপতি এইচ এম এরশাদ, বিরোধী নেতা রওশন এরশাদ, মহাজোট ও দলের নেতাকর্মী সমর্থকসহ এলাকাবাসীর কাছে আমি কৃতজ্ঞ।’

সোমবার বিকেলে শ্যামপুর বালুর মাঠে স্থানীয় আওয়ামী লীগ, জাপা নেতাকর্মীসহ শ্যামপুর-কদমতলীর বিভিন্ন শ্রেণির পেশার মানুষের সঙ্গে বিজয়ের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এলাকাবাসীর উদ্দেশ্যে বাবলা বলেন, ‘সংসদ সদস্য নয়, আমি আপনাদেরই সন্তান। আপনাদের ভালবাসায় আমি আজ বিজয়ী। বিপদে আপদে, সুখে দুখে আমি আপনাদের সঙ্গেই আছি। এলাকার অসমাপ্ত উন্নয়ন কাজ শেষ করাই আমার এখন অন্যতম কাজ।’

তিনি বলেন, ‘দেশের মানুষ মহাজোটের প্রতি আস্থা হারায়নি। এ বিজয়ের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে বাংলাদেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন, প্রগতি ও গণতন্ত্রের প্রতি আস্থাশীল। এই বিজয়ের ধারাবাহিকতায় বাংলাদেশ অচিরেই উন্নত দেশের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হবে।’

মহাজোট থেকে নির্বাচিত জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলাকে এলাকার সর্বস্তরের মানুষ ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান।

এসময় আওয়ামী লীগের অ্যডভোকেট সানজিদা খানম এমপি, ড. আওলাদ হোসেন, বাবলা পত্নী সালমা হোসেন, শ্যামপুর থানা আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জল হোসেন, কদমতলীর মো. নাসিম মিয়া, শ্যামপুর থানা সভাপতি ও কাউন্সিলর কাজী হাবিবুর রহমান হাবু, কদমতলীর মোবারক হোসেন, ৪৭নং ওয়ার্ড কাউন্সিলর নাসির আহমেদ ভূইয়া, ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মাসুদ, ৫৩নং ওয়ার্ড কাউন্সিলর হাজী নূর হোসেন, আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম তাজু, আকাশ কুমার ভৌমিক, ব্যারিস্টার সামিউর রহমান অভি, কাজী শহীদুল্লাহ, ফারুক আহমেদ, আজিজ আহমেদ, যুবলীগ নেতা ইবরাহিম খলিল মারুফ, আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুনুর রশীদ মামুন, কাজী সোহেল, সোহরাব হোসেন, ফারুক আহমেদ, আজিজ আহমেদ, মোহাব্বত হোসেন, জাপার সুজন দে, শেখ মাসুক রহমান, ইবরাহিম মোল্লা, কাউসার হোসেন উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/৩১ ডিসেম্বর ২০১৮/নঈমুদ্দীন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়