ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পাখির এই ছবিগুলো পুরস্কার জিতেছে

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫০, ২৩ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাখির এই ছবিগুলো পুরস্কার জিতেছে

গ্রীসের কেরকিনি লেক থেকে ছবিটি তুলেছেন ক্যারন স্টীলি। ছবিটি গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে

বিশ্বের অন্যতম প্রসিদ্ধ ফটোগ্রাফি প্রতিযোগিতা ‘বার্ড ফটোগ্রাফার ইন দ্য ইয়ার কম্পিটিশন’। ২০১৫ সাল থেকে এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে ব্রিটিশ ট্রাস্ট ফর অরনিথোলজি এবং ন্যাচার ফটোগ্রাফার্স লিমিটেড।

সম্প্রতি ‘বার্ড ফটোগ্রাফার ইন দ্য ইয়ার কম্পিটিশন ২০১৯’-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। গোল্ড, সিলভার, ব্রোঞ্জ, বেস্ট পোর্টফোলিও, ইন্সপায়রেশনাল এনকাউন্টার্স, ইয়ং বার্ড ফটোগ্রাফার অব দ্য ওয়ার্ল্ড এবং অনারেবল বিভাগে প্রতিযোগীরা এ পুরস্কার পেয়ে থাকেন। চলতি বছর এ প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে পুরস্কারপ্রাপ্ত কয়েকটি উল্লেখযোগ্য ছবি নিয়ে সাজানো হয়েছে ফটো ফিচার।

যুক্তরাষ্ট্রের ওশান সিটি থেকে ছবিটি তুলেছেন নিকুঞ্জ প্যাটেল। পাখির নাম ব্ল্যাক স্কিমার। ছবিটি গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে

যুক্তরাষ্ট্রের হার্টফোর্ডশায়ার থেকে ছবিটি তুলেছেন বেন অ্যান্ড্রিউ। পাখির নাম কমন কিংফিশার। বাংলাদেশে এটি পাতি মাছরাঙা নামে পরিচিত। ছবিটি বেস্ট পোট্রেট সিলভার পুরস্কার জিতেছে

আর্জেন্টিনার ইয়াগুসু জলপ্রপাত থেকে ছবিটি তুলেছেন হেলেন মোর। পাখির নাম গ্রেট ডাসকি সুইফট। এটি বেস্ট ব্রোঞ্জ পুরস্কার পেয়েছে

শীতের সকালে জার্মানির জাখসেন আনহাল্ট থেকে ছবিটি তুলেছেন থমাস। পাখির নাম কমন বুজার্ড। এটি বেস্ট পোর্টফোলিও পুরস্কার জিতেছে

এম্পেরর পেঙ্গুইনের ছবিটি তুলেছেন ফটোগ্রাফার মার্টিন গ্রেস। ছবিটি ইন্সপায়রেশনাল এনকাউন্টার্স পুরস্কার পেয়েছে

ইসরাইল থেকে এই ছোট পেঁচার ছবিটি তুলেছেন অ্যারিয়াল ফিল্ডস। ছবিটি ইয়ং বার্ড ফটোগ্রাফার অব দ্য ওয়ার্ল্ড পুরস্কার জিতেছে

ভারতের মহারাষ্ট্র প্রদেশের উজানি দাম থেকে ছবিটি তুলেছেন ভারতীয় চিত্রগ্রাহক যশদান ভাটিয়া। ছবিটি অনারেবল মেনশন পুরস্কার পেয়েছে

 

রাইজিংবিডি/ঢাকা/২৩ আগস্ট ২০১৯/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়