ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বদলে গেছে বুড়িগঙ্গা-সদরঘাট

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২২, ১৮ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 বদলে গেছে বুড়িগঙ্গা-সদরঘাট

সুদৃশ্য সদরঘাট টার্মিনাল ভবন ও গ্যাংওয়ে। আশপাশে নেই ময়লা-আবর্জনা। বুড়িগঙ্গার পানিতেও আগের মতো ময়লা-আবর্জনা ভেসে থাকে না

বুড়িগঙ্গা- দখল আর দূষণে মরণদশা হয় এক সময়ের প্রমত্তা এ নদীর। কালপানি, অসহ্য দুর্গন্ধময় পরিবেশে নদীর কাছে ঘেষা যায় না। এমন বিপন্ন বুড়িগঙ্গাকে বাঁচাতে নেয়া হয় উদ্যোগ। এখন আর আগের সেই পরিস্থিতি নেই। বদলে গেছে বুড়িগঙ্গা। কাছে গেলে আগের মতো দুর্গন্ধ পাওয়া যায় না।

ঢাকা থেকে নৌপথে দক্ষিণাঞ্চলে যাতায়াতের প্রধান কেন্দ্র বুড়িগঙ্গা তীরের সদরঘাট। প্রতিদিনি সকাল থেকে রাত অবধি হাজার হাজার মানুষ লঞ্চে করে যাতায়াত করেন এখান থেকে। কিন্তু এতে মানুষের বিড়ম্বনার শেষ ছিল না। সদরঘাটে যাতায়াতের পথ, টার্মিনাল বিল্ডিং, পন্টুনের পরিবেশ ছিল যাচ্ছেতাই।

কিন্তু এখনআর সে অবস্থা নেই। অনেকটাই পরিচ্ছন্ন সদরঘাট ও এর আশপাশের এলাকা। মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারছে টার্মিনাল দিয়ে।

রাইজিংবিডির সিনিয়র ফটো সাংবাদিক শাহীন ভূঁইয়ার তোলা ছবিতে দেখুন বদলে যাওয়া বুড়িগঙ্গা ও সদরঘাটের নতুন রূপ।

পরিষ্কার-পরিচ্ছন্ন সদরঘাটের পন্টুন। নেই হকারদের উপদ্রব। যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করছেন পন্টুন দিয়ে

 

সদরঘাট টার্মিনাল থেকে পন্টুনে যাওয়ার পরিচ্ছন্ন গ্যাংওয়ে

 

পাল্টে গেছে বুড়িগঙ্গার চিত্রও। দুর্গন্ধময় কালোপানি এখন আর নেই

 

সদরঘাট টার্মিনালের একাংশ। শৃঙ্খলভাবে পার্ক করা যানবাহন। হকার এবং ভ্রাম্যমান দোকানপাটও নেই

 

পরিচ্ছন্ন পন্টুন। সারিবদ্ধভাবে যাত্রীর অপেক্ষায় লঞ্চ। অপেক্ষমান যাত্রীদের বসার জন্য রয়েছে বেঞ্চও


ঢাকা/শাহীন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়