ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ

শাহীন ভূঁইয়া || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৯, ২১ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রভাতফেরির মিছিলে ফুল হাতে বাবার ঘাড়ে এক শিশু। ছবি: শাহীন ভূঁইয়া

মহান একুশে ফেব্রুয়ারি। বাংলাদেশের ইতিহাসে গৌরবময় একটি দিন। ভাষার জন্য তথা মাতৃভাষা বাংলায় কথা বলার অধিকার আদায়ে ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারিতে প্রাণ দিয়েছেন সালাম, জব্বার, বরকত, রফিক, শফিক ও নাম না জানা অনেকে। তাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি বাংলা ভাষায় কথা বলার অধিকার। শ্রদ্ধাবনত চিত্তে আমরা স্মরণ করি ভাষা আন্দোলনের সেই সব শহীদকে।

মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুর গালে লেখা হচ্ছে ২১ ফেব্রুয়ারি। ছবি: শাহীন ভূঁইয়া

 

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দর্শনার্থীর হাতে আঁকা শহীদ মিনার। ছবি: শাহীন ভূঁইয়া

 

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন। ছবি: শাহীন ভূঁইয়া

 

একুশে ফেব্রুয়ারির সকালে ফুলে ফুলে ভরে গেছে শহীদ মিনার। ছবি: শাহীন ভূঁইয়া

 

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলপনায় ভালোবাসার বহিঃপ্রকাশ। ছবি: শাহীন ভূঁইয়া



ঢাকা/শাহীন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়