ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করোনা ‘ছুটিতে’ রাজধানীর হালচাল

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৯, ২৬ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা ‘ছুটিতে’ রাজধানীর হালচাল

‘বিনা প্রয়োজনে বাসা থেকে বের হবেন না। ওষুধ ও নিত্যপণ্যের দোকান ছাড়া সব বন্ধ রাখুন’ -রাজধানীর নর্থব্রুক হল রোডে পুলিশের সতর্কতামূলক প্রচার।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে জনগণকে ‘ঘরে’ রাখতে ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা  করেছে সরকার। নির্দেশনা বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে রাস্তায় নামানো হয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের।

এছাড়া রাজধানীবাসীর একটি বড় অংশই সরকারের নির্দেশনা মেনে বাড়িতে অবস্থান করছেন। তবে এরই মধ্যে অনেকে নির্দেশনা পাশ কাটিয়ে অপ্রয়োজনে রাস্তায় বের হওয়ার চেষ্টা করছেন। রাজধানী ঘুরে তারই কিছু ক্ষুদ্র চিত্র তুলেছেন রাইজিংবিডির জ্যেষ্ঠ সহ সম্পাদক শাহেদ হোসেন-

শ্যামবাজারের কাচাবাজারে এভাবেই চলছে বেচাকেনা। অধিকাংশের মুখেই নেই কোনো মাস্ক, নেই করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে কোনো ভাবনা।

দূরপাল্লা যান বন্ধ। এরপরও ঘরে ফিরতে চান তারা। রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকা।

গাড়ি নাই, রাস্তা ফাঁকা। এখনইতো রোলার স্কেটিংয়ের সময়। করোনাভাইরাস? ভয় পাই না।

মাঝি আছে, পারাপারের যাত্রী নাই।

‘মাস্ক নেই কেন? সোজা বাসায় যান’-রাজধানীর সদরঘাট এলাকায় এক পথচারীকে টহল পুলিশের নির্দেশনা।

ছিন্নমূলদের মাঝে মাস্ক বিতরণ করতে এসেছিলেন দুই তরুণ-তরুণী। হুড়াহুড়িতে সব বন্ধ।

 

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়