ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পথে-প্রান্তরে বাংলার রূপ

হিমেল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৪, ১৯ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
পথে-প্রান্তরে বাংলার রূপ

সন্তানেরা মায়ের গরম ঠোঁটের উষ্ণতা অনুভবের অপেক্ষায়

সকালের সূর্য তখনও ঘুমিয়ে। কিন্তু গ্রামের নানা পেশার মানুষের ব্যস্ততা যেন মেঘ, বৃষ্টির পথ মাড়িয়ে ছুটে চলে।

কখনো ঘন সবুজ গ্রাম, কখনো বিস্তীর্ণ মাঠ, মাছের ঘের। মাঠে ফসলের হাসি, ঘেরের জলে শুভ্র মেঘের প্রতিচ্ছবি। বাংলার পথে-প্রান্তরের এসব রূপ, রস ও সৌন্দর্যের ছবি তুলেছেন ফটোসাংবাদিক শফিউল ইসলাম সৈকত।

সোনার ফসলের আশায় পরিচর্যায় ব্যস্ত কৃষক

 

এক সময়ের জনপ্রিয় খেলা ‘মোরগ লড়াই’  

 

পর্যাপ্ত নাব্যতা না থাকায় তিস্তা নদীতে নৌকা চলাচল ব্যাহত

 

অল্প লাভ আর অধিক পরিশ্রমের পেশা থেকে মুক্তির চেষ্টায় কারিগরের সন্তানেরা

 

যান্ত্রিক যুগেও গাইবান্ধায় তিস্তা নদী পারাপারে ঘোড়ার গাড়ি

 

চাতালে ধান শুকানো হচ্ছে

 

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে ক্রেতাশূন্য কাশেম মিঞার একটু আয়েশ

 

চৈত্রের ক্লান্ত দুপুরে গরু চরাচ্ছেন এক রাখাল

 

পালপাড়ায় মাটির হাঁড়ি-পাতিল শুকানোতে ব্যস্ত নারী

 

তিস্তা নদীতে ঠেলা জাল নিয়ে মাছ শিকারে ব্যস্ত এক কিশোর

 

 বেরোবি/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়