ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জীবন যেখানে যেমন

হিমেল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৬, ২ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
জীবন যেখানে যেমন

মালবোঝাই ঘোড়ার গাড়ি নদীর পানি থেকে তুলছেন গাড়িয়াল

চিরসবুজের দেশ বাংলাদেশের প্রকৃতি যেন সৌন্দর্যের আলোক ছটায় বিশ্ব মানচিত্রের বুকে চির ভাস্বর। সবুজ শ্যামল প্রকৃতির প্রশংসায় কবি তার বাণীতে উচ্চারণ করেন ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি।’

রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার শান্ত নিবিড় গ্রামগঞ্জ ঘুরে এমনই ছবি তুলেছেন আলোকচিত্রী শফিউল ইসলাম সৈকত।

আর ক্যাপশনসহ ছবিগুলো পাঠিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কেএম হিমেল আহমেদ।
 


অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে আফিয়া খাতুন
 


কুতুব আলীর বিশ্বস্ত সঙ্গী
 


কাক ডাকা ভোরে তিস্তা নদী পারাপার
 


রবি ঊদয়ের সাথে সাথে গ্রামের কর্মজীবী মানুষের ছুটে চলা
 


আমার আমিকে খুঁজে পেয়েছি জীবিকার মাঝে
 


নীড়ে ফেরা  
 


শুভ সকাল বাংলাদেশ
 


দূরদৃষ্টিতে খুঁজছেন ছবির প্রাণ ছবিয়াল সৈকত


 

বেরোবি/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়