ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

অশুভ শক্তির আবির্ভাবের আশঙ্কায় দুদু

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৩, ২৫ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অশুভ শক্তির আবির্ভাবের আশঙ্কায় দুদু

জ‌্যেষ্ঠ প্রতিবেদক : দেশের বর্তমান পরিস্থিতিকে ‘ভয়াবহ’ উল্লেখ করে যেকোনো মুহূর্তে ‘অশুভ শক্তি’র আবির্ভাব ঘটতে পারে বলে আশঙ্কা ব‌্যক্ত করেছেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ) আয়োজিত ‘বিচার বিভাগের বিরুদ্ধে সরকারের অবস্থান : কোন পথে বাংলাদেশ?’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ আশঙ্কা ব্যক্ত করেন।

পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকারকে পদত্যাগ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে আলোচনায় বসার পরামর্শ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম‌্যান শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, ‘গণতন্ত্র ও সংবিধানের প্রশ্নে ষোড়শ সংশোধনীর রায়কে বিএনপি সমর্থন করেছে। প্রধান বিচারপতির দেওয়া রায়ের এ টু জেড আমরা সমর্থন করি না। কিন্ত তিনি বাস্তবতাটা তুলে ধরে সংবিধানের ভালো একটি ব্যাখ্যা দিয়েছেন। তার জন্য তাকে ধন্যবাদ জানাই।’

রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিকে বিতর্কিত করে ক্ষমতাসীনরা ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে, এ মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী প্রধান বিচারপতির প্রতি অনুরাগ প্রকাশ করে বক্তব্য দিয়ে দেশের সংবিধানকে লঙ্ঘন করেছেন। আমরা তার পদত্যাগ দাবি করছি। প্রধান বিচারপতি সম্পর্কে তার এমন বক্তব্যে জাতি লজ্জিত হয়েছে।’

শামসুজ্জামান দুদু বলেন, ‘তার (প্রধানমন্ত্রী) দেওয়া বক্তব্যকে অনুসরণ করে আওয়ামী লীগের মন্ত্রী, এমপি থেকে শুরু করে সবাই প্রধান বিচারপতিকে বিতর্কিত করার চেষ্টা করছেন। দেশের এমন পরিস্থিতিতে যেকোনো সময় যেকোনো কিছু ঘটতে পারে।’

ষোড়শ সংশোধনী বাতিলের রায়কে কেন্দ্র করে রাষ্ট্রপতির সাথে দেখা করে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির অফিসকে বিতর্কিত করেছেন বলেও মন্তব‌্য করেন বিএনপির এই ভাইস চেয়ারম‌্যান।

তিনি আরো বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় আওয়ামী লীগ কোনোভাবেই আর রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে না। দুর্নীতির মাধ্যমে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক, শেয়ার মার্কেটসহ অসংখ্য ব্যাংক তারা ফাঁকা করে ফেলেছেন। মানুষ এখন নিজেদের ঘরের মধ্যে থাকতেও ভয় পায়। আওয়ামী লীগ এতই অপকর্ম করেছে যে একমাত্র ১/১১ সরকার ছাড়া তাদেরকে কেউ রক্ষা করতে পারবে না।’

ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়ার সভাপতিত্বে ও মহানগর সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলুর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বিএনপি চেয়াপরসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, ন্যাপ যুগ্ম মহাসচিব স্বপন কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া, রাজবাড়ী জেলা কমিটির আহ্বায়ক রাসেল রায়হান, মুক্তিযুদ্ধের প্রজন্ম একাডেমির সভাপতি কালাম ফয়েজী, জাতীয় ছাত্রকেন্দ্রের সমন্বয়কারী সোলায়মান সোহেল প্রমুখ।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৫ আগস্ট ২০১৭/রেজা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়