ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চট্টগ্রামে বন্দরের বহির্নোঙ্গরে জাহাজ ডুবি

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৬, ২৯ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে বন্দরের বহির্নোঙ্গরে জাহাজ ডুবি

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম সমুদ্র বন্দরের বহির্নোঙ্গরে ‘চর শ্যামাইল’ নামে লাইটার জাহাজ ডুবে গেছে।

আজ শনিবার দুপুরের দিকে বহির্নোঙ্গরে অবস্থানরত মাদার ভেসেল থেকে মাল আনলোড করে ফেরার পথে লোহার স্ক্র্যাপ বোঝাই লাইটার জাহাজ ডুবে যায় বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক।

চট্টগ্রাম বন্দর রেডিও কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, দুপুরে মাদার ভেসেল থেকে স্ক্র্যাপ লোহা ভর্তি করে বন্দরের দিকে রওনা হয় ‘চর শ্যামাইল’। কিছু দূর আসার পর এটি অন্য লাইটার জাহাজের সঙ্গে ধাক্কা লেগে সাগরে ডুবে যায়।

এতে থাকা লোকজনকে উদ্ধার করেছে আশপাশে থাকা নৌকার মাঝি মাল্লারা। বন্দর সচিব ওমর ফারুক জানান, লাইটার ডুবির ঘটনায় কেউ হতাহত হয়নি। এর কারণে বন্দরে জাহাজ চলাচলে সমস্যা হচ্ছে না।



রাইজিংবিডি/চট্টগ্রাম/২৯ সেপ্টেম্বর ২০১৮/রেজাউল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়