ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

উইন্ডিজের বিপক্ষে ভারতের ওয়ানডে দল ঘোষণা

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১০, ১২ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উইন্ডিজের বিপক্ষে ভারতের ওয়ানডে দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক: দুই ম্যাচ টেস্টের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খেলবে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দুই ওয়ানডে ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

দুই ম্যাচ ওয়ানডের জন্য ঘোষিত দলে বেশ চমক রয়েছে। টেস্টে উইন্ডিজের বিপক্ষে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেলেন ঋষভ প্যান্ট। ফলে টেস্টের পর ওয়ানডে দলেও জায়গা পেলেন তিনি। এছাড়া লম্বা সময় পর ভারতীয় ওয়ানডে দলে স্থান পেয়েছেন পেসার মোহাম্মদ শামি।

এশিয়া কাপে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়া রোহিত শর্মা ওয়ানডে দলেও জায়গা পেয়েছেন। ১৪ জনের দলে নিয়মিত অধিনায়ক হিসেবে রয়েছেন বিরাট কোহলি। তবে দুই পেসার জসপ্রিত বুমরাহ ও ভুবনেশ্বর কুমারকে বিশ্রাম দেওয়া হয়েছে। কেদার যাদব ও হার্দিক পাণ্ডিয়া পুরোপুরি ফিট নন। তাই তাঁদের দলে ডাকা হয়নি। দল থেকে বাদ পড়েছেন দীনেশ কার্তিক। এদিকে, প্রায় এক বছর পর একদিনের দলে ডাক পেলেন নারী কেলেঙ্কারী নিয়ে বিতর্কে থাকা মোহাম্মদ শামি।

গোয়াটিতে পাঁচ ম্যাচ ওয়ানডের প্রথমটিতে ২১ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারত।

প্রথম দুই ওয়ানডের জন্য ভারতীয় দল:
বিরাট কোহালি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, অম্বাতি রাইডু, মনিশ পান্ডে, ঋষভ প্যান্ট, মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, খলিল আহমেদ, যুভেন্দ্র চাহাল ও শার্দুল ঠাকুর।




রাইজিংবিডি/ঢাকা/১২ অক্টোবর ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়