ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

জেলা বিএনপির সম্পাদকসহ ১০১ জনের বিরুদ্ধে মামলা

এম.শাহীন গোলদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৮, ১২ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জেলা বিএনপির সম্পাদকসহ ১০১ জনের বিরুদ্ধে মামলা

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল হাসান ও পৌর বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবিসহ জামায়াত-বিএনপি ৬১ জন নেতা-কর্মীর নামে মামলা হয়েছে।

নাশকতার পরিকল্পনার অভিযোগে সদর থানার এসআই রইচ শরীফ বাদি হয়ে বৃহস্পতিবার রাতে এ মামলা দায়ের করেন। মামলায় এজাহারনামীয় পলাতক আসামির সংখ্যা ৬১ জন ও অজ্ঞাত ৫০ জনসহ মোট ১০১ জনকে আসামি করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি/তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, সদর উপজেলার আলিপুর চেকপোস্ট এলাকায় আসামিরা নাশকতার পরিকল্পনা নিয়ে জড়ো হলে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। এ সময় আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমানসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে নাশকতার কাজে ব্যবহারের উদ্দেশ্যে আনা বিভিন্ন প্রকার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

এ মামলার অন্য আসামিরা হলেন- কালিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তার, কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি, আলিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা আর্জেদ, নান্টাসহ অন্যরা।

পুলিশ আরো জানায়, এ মামলায় আটক চারজনকে ইতোমধ্যে কারাগারে পাঠানো হয়েছে।



রাইজিংবিডি/সাতক্ষীরা/১২ অক্টোবর ২০১৮/এম. শাহীন গোলদার/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়