ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের বৈঠক

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৬, ৮ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের বৈঠক

জ্যেষ্ঠ প্রতিবেদক : নির্বাচন পরবর্তী কর্মসূচি ও ভবিষ্যত কর্মপরিকল্পনা নির্ধারণে বৈঠক করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।

মঙ্গলবার বিকেল ৫টায় রাজধানীর বেইলী রোডে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের বাসায় এ বৈঠক হয়।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ঐক্য প্রক্রিয়ার সমন্বয়কারী শহীদুল্লাহ কায়সার উপস্থিত ছিলেন।

বৈঠকে ঐক্যফ্রন্টের নির্বাচন পরবর্তী কর্মসূচিসহ বেশকিছু বিষয়ে আলোচনা এবং ঐক্যফ্রন্টের প্রার্থীদের নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করার বিষয়টি প্রাধান্য পায় বলে জানা গেছে।



রাইজিংবিডি/ঢাকা/৮ জানুয়ারি ২০১৯/রেজা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়