ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘১৯৭১’ বরাদ্দ পেল আ.লীগ

নৃপেন রায় || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৪১, ১৮ ডিসেম্বর ২০১৩   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘১৯৭১’ বরাদ্দ পেল আ.লীগ

আ.লীগের পতাকা

নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ১৮ ডিসেম্বর: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে ‘১৯৭১’ কোডটি বরাদ্দ পেয়েছে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)।  

দশম জাতীয় সংসদ নির্বাচনে এই কোডটি থেকে নির্বাচনের আগে দেশবাসীকে মোবাইলে বিভিন্ন বার্তা পাঠানোর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। সংশ্লিষ্ট সূত্র তথ্যটি নিশ্চিত করেছে।

বিটিআরসি সূত্রে জানা যায়, ১৯৭১ কোডটি সিআরআইকে দেওয়া হয়েছে। ওই নম্বর থেকে তারা অন্য মোবাইল অপারেটরে ফোন করতে এবং এসএমএস পাঠাতে পারবে।

সম্প্রতি বিটিআরসির ১৬১তম কমিশন বৈঠকে নতুন নীতিমালা তৈরি করা হয়। ওই নীতিমালায় ১৯৭১ থেকে ১৯৭৯ পর্যন্ত সিরিজের আটটি শর্ট কোডকে গবেষণা প্রতিষ্ঠানের জন্য সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সিআরআই সূত্র জানায়, নির্বাচনের আগে এই কোডটি সচল করা হবে। তখন ১৯৭১ থেকে বিভিন্ন এসএমএস পাঠানো হবে দেশবাসীকে। রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাড়ি থেকে এই প্রতিষ্ঠানটির কাজ পরিচালিত হবে।

রাইজিংবিডি / এনআর / রাসেল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়