ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মধ্যরাতে বাংলাদেশে প্রবেশ করবে ‘ফণি’

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১৫, ৩ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মধ্যরাতে বাংলাদেশে প্রবেশ করবে ‘ফণি’

ডেস্ক রিপোর্ট : ঘূর্ণিঝড় ‘ফণি’ বাংলাদেশে প্রবেশ করবে শুক্রবার মধ্যরাতের দিকে। শুক্রবার সকালে আবহাওয়া অধিদপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, শুক্রবার সকাল ৬টা নাগাদ ফণি মংলা বন্দর থেকে ৬০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, পায়রা বন্দর থেকে ৬৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্র সৈকত থেকে ৭৭০ কিলোমিটার পশ্চিম, দক্ষিণ-পশ্চিমে এবং চট্টগ্রাম বন্দর থেকে ৭৯০ কিলোমিটার পশ্চিম, দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।

এটি আরো উত্তর ও উত্তর-পূর্ব দিকে সরে শুক্রবার বিকেল নাগাদ ভারতের ওড়িশা অতিক্রম করতে পারে। পরে এটি আরো উত্তর ও উত্তর-পূর্ব দিকে সরে পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে। ‘ফণি’ শুক্রবার মধ্যরাতের দিকে বাংলাদেশের খুলনা ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম উপকূল এলাকা অতিক্রম করতে পারে। এর প্রভাবে বিকেলের মধ্যে প্রবল ঝড় বয়ে যেতে পারে।

বাতাসের গতিবেগ ঘন্টায় ৭৪ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮০ কিলোমিটার থেকে ২০০ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে। এ সময় ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগরে অত্যন্ত উুঁচ ঢেউ থাকতে পারে।

 

 

রাইজিংবি‌ডি/ঢাকা/৩ মে ২০১৯/‌শাহেদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়