ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

প্রধানমন্ত্রীর বক্তব্য জনগণের জন্য অশুভ ইঙ্গিত: বিএন‌পি

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩০, ৭ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রধানমন্ত্রীর বক্তব্য জনগণের জন্য অশুভ ইঙ্গিত: বিএন‌পি

‌জ্যেষ্ঠ প্র‌তি‌বেদক : কারান্তরীণ খা‌লেদা জিয়ার বিষ‌য়ে সম্প্র‌তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ফোনালাপ ফাঁসের ঘটনাকে ই‌ঙ্গিত ক‌রে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব‌লে‌ছেন, বিষয়‌টি দেশ ও জনগ‌ণের জন্য অশুভ ইঙ্গিত।

শ‌নিবার দুপুরে এক বিবৃতিতে তি‌নি ব‌লেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে বৃটেনের রাজধানী লন্ডনে অবস্থান করছেন। সফরকালীন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে আসা নিজ দলের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে এক বক্তব্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শেখ হাসিনা যা, বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত ও সামাজিক গণমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।’

তিনি আরো বলেন, ‘দেশনেত্রীর মুক্তি নিয়ে তিনি যা বলেছেন তাতে আমি উদ্বেগ প্রকাশ করছি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি যদি প্রধানমন্ত্রীর ইচ্ছা-অনিচ্ছার ওপর নির্ভর করে তাহলে সেটি শুধু উদ্বেগজনকই নয় বরং তা সামগ্রিকভাবে দেশ ও জনগণের জন্য অশুভ ইঙ্গিতবাহী।

বিএন‌পির মহাস‌চিব বলেন, ‘দেশে যে নূন্যতম গণতন্ত্র নেই বরং একদলীয় শাসনের চরম বহিঃপ্রকাশ ঘটেছে তা লন্ডনে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যে সুস্পষ্ট হয়েছে। আইনের শাসন, আইনি প্রক্রিয়া ও ন্যায়বিচার নিয়ে দেশের গণতান্ত্রিক শক্তি বারবার যে প্রশ্ন উত্থাপন করেছে, সেটি যে ন্যায়সঙ্গত তা আবারও প্রমাণিত হলো।’

বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রীর এই বক্তব্যে অসহায় মানুষের প্রতিকার পাওয়ার শেষ আশ্রয়স্থলের ওপর আস্থার ঘাটতি সৃষ্টি হবে। চরম নৈরাজ্য নেমে আসবে রাষ্ট্র ও সমাজে। সাধারণ জনগোষ্ঠীর মধ্যে ভয় ও শঙ্কার পরিধি বৃদ্ধি পাবে। প্রধানমন্ত্রীর এই বক্তব্যে সারাজাতি উৎকন্ঠিত।’

 

 

রাই‌জিং‌বি‌ডি/ঢাকা/৭ মে ২০১৯/‌রেজা/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়