ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘হাসপাতাল থেকে কেরানীগঞ্জ কারাগারে নেয়া হবে খালেদা জিয়াকে’

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫২, ১৪ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘হাসপাতাল থেকে কেরানীগঞ্জ কারাগারে নেয়া হবে খালেদা জিয়াকে’

সচিবালয় প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতাল থেকে ছাড়া হলে কেরানীগঞ্জ কারাগারে নেওয়া হবে।

মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘কেরানীগঞ্জ কারাগার একটি আধুনিক কারাগার হিসেবে নির্মাণ করা হয়েছে। সেখানে ফিমেল অংশ তৈরি করতে একটু সময় লেগে গেছে। বর্তমানে সেখানে সব ধরনের কাজ শেষ হয়েছে। এখন খালেদা জিয়াকে হাসপাতাল থেকে ছাড়া হলে হয়তো তাকে ওই জায়গায়ই (কেরানীগঞ্জ কারাগার) নেয়া হবে।’

মন্ত্রী বলেন, ‘আমরা প্রথমে খালেদা জিয়াকে পুরাতন কারাগারেই রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই জায়গাটা জাদুঘরে রূপান্তরিত করব। এ কারণে অনেক বড় অংশই ভেঙে ফেলা হবে। ফলে তাকে এখানে আর রাখা যাবে না। তাকে দ্রুতই কেরানীগঞ্জ কারাগারে নেওয়া হবে।’

মন্ত্রী বলেন, ‘তার (খালেদা জিয়া) জীবন বিপন্ন হয় এমন কিছু করার প্রশ্নই আসে না। আমরা তার জন্য যত ধরনের সুযোগ-সুবিধা দেওয়ার আছে তা দিচ্ছি। তাকে স্পেশালি বেশ কিছু সুবিধা দেওয়া হয়েছে যাতে তার কারাগারে থাকা নিয়ে কোনো প্রশ্নই সৃষ্টি না হয়।’




রাইজিংবিডি/ঢাকা/ ১৪ মে ২০১৯/আসাদ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়