ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বগুড়ায় পাঁচজনকে মনোনয়ন দিলো বিএনপি

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪১, ২২ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বগুড়ায় পাঁচজনকে মনোনয়ন দিলো বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে খালেদা জিয়াসহ দলের পাঁচ নেতাকে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছে দলটি।

বুধবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ।

মনোনয়ন পাওয়া অন্য চার জন হলেন- গোলাম মোহাম্মদ সিরাজ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বগুড়া পৌর মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, প্রাক্তন সভাপতি রেজাউল করিম বাদশা ও প্রাক্তন সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন।

বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান রাইজিংবিডিকে এই বিষয়টি জানিয়েছেন।

বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন দাখিল করা হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে তিনিই মনোনয়নপত্র দাখিল করবেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২২ মে ২০১৯/রেজা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়