ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

রাজনীতিতে সুবাতাস ফিরিয়ে আনুন: হারুনুর রশীদ

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৭, ১৬ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজনীতিতে সুবাতাস ফিরিয়ে আনুন: হারুনুর রশীদ

সংসদ প্রতিবেদক : প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনাকে জাতীয় সংলাপ আহ্বানের অনুরোধ জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য মো. হারুনুর রশীদ।

তিনি বলেন, ‘বাংলাদেশে সুশাসন ফিরিয়ে আনার জন্য সংসদ নেতা উদ্যোগ গ্রহণ করবেন। জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে সংলাপ আহ্বান জানিয়ে একটি আবহ তৈরি করবেন। আর রাজনীতিতে সুবাতাস ফিরিয়ে আনবেন।’

রোববার জাতীয় সংসদে ২০২৮-২০১৯ সালের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

হারুনুর রশীদ বলেন, ‘আমাদের বলা হচ্ছে যে, অবৈধ সংসদে কেনো আসছেন। সংসদের বাইরে থাকলেই তো পারতেন। সংসদে ছয় জন প্রবেশ করার মধ্য দিয়ে কিন্তু এ সংসদের বৈধতা পাবে না। কারণ আমরা এ সংসদে প্রবেশ করেছি, এর অন্যতম কারণ হচ্ছে সংবিধানে আমাদের যে গণতান্ত্রিক স্পেস রয়েছে, সেই স্পেস এ সংসদে অনুপস্থিত। তাই আজ আওয়ামী লীগ বলেন, মহাজোটই বলেন, আপনারা ঢাকঢোল বাজিয়ে সভা সমাবেশ করেন আর আমরা সভা সমাবেশ করতে গেলেই নাশকতার প্রশ্ন তুলবেন, অনুমতি না দেওয়ার প্রশ্ন তুলবেন।’

তিনি আরো বলেন, ‘সংসদে আমি লক্ষ্য করছি আপনাকে (প্রধানমন্ত্রীকে) সামনে রেখে আপনার তোষামোদি করছে। তাদের বিষয়ে আপনি বেশি সতর্ক থাকবেন। আপনার জন্য মঙ্গল হবে।’

কৃষক ধানের নায্যমূল্য পাচ্ছে না বলে ধান লাগানো বন্ধ করে দিয়েছে জানিয়ে বিএনপির সাংসদ বলেন, ‘চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয় নাই। গত অর্থবছরে কত লাখ টন ধান, কত লাখ টন গম ও চাল আমদানি করা হয়েছে? চাইলে পরিসংখ্যান দিয়ে বলতে পারি।’



রাইজিংবিডি/ঢাকা/১৬ জুন ২০১৯/আসাদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়