ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

এরিককে নিয়ে বলতে নারাজ জিএম কাদের

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৯, ১০ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এরিককে নিয়ে বলতে নারাজ জিএম কাদের

জ্যেষ্ঠ প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে শাহাতা জারাব এরিক এরশাদকে হুমকির বিষয়ে বেশি কিছু বলতে রাজি নন চাচা গোলাম মোহাম্মদ কাদের।

বুধবার দুপুরে বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে  এরিককে হুমকি দেয়ার বিষয়ে জানতে চাইলে জি এম কাদের বলেন, ‘অস্বাভাবিকতা কিছু যদি থাকে, তাহলে থানায় জিডি করে রাখাই তো নিয়ম। আমরা তাই করেছি। এর চেয়ে বেশি কিছু বলার প্রয়োজন আছে বলে মনে হয় না।’

মোবাইল ফোনে এরিককে তুলে নিয়ে যাওয়ার হুমকির অভিযোগে সোমবার গুলশান থানায় জিডি করেন এরশাদের একান্ত সচিব মেজর অব. খালেদ আখতার।

সিএমএইচে চিকিসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বর্তমান অবস্থা তুলে ধরে জিএম কাদের বলেন, ‘মেশিনের সাহায্য ছাড়া কিডনির ফাংশন কাজ করছে কি না তা খতিয়ে দেখেছেন চিকিৎসকরা। কিন্তু কোন সুফল পাওয়া যায়নি। মেশিনের সাহায্যে আবার ডায়ালাইসিস শুরু হয়েছে।’

তিনি বলেন, ‘এক দিন বিরতি রাখার পর ফের হেমো ডায়া ফিল্টারেশন ও হেমো পারফিউশন শুরু হয়েছে। তার রক্তে জীবাণুর মাত্রা ক্রমে কমে এসেছে। এ অবস্থা চলতে থাকলে ৭-৮ দিন পরে এরশাদের অর্গানগুলো স্বাভাবিকভাবে কাজ করবে বলে চিকিৎসকরা ধারণা করছেন।’

জিএম কাদের বলেন, ‘মাইডোলিসপ্লাস্টিক সিনড্রোমে আক্রান্ত এরশাদের শারীরিক অবস্থা ৩-৪ দিন ধরে স্থিতিশীল রয়েছে। মঙ্গলবার চোখ মেলে তাকালেও ওষুধের প্রভাবে তন্দ্রাচ্ছন্ন থাকায় বুধবার আর চোখ মেলেননি।’

এসময় জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য এস.এম. আব্দুল মান্নান, সুনীল শুভ রায়, এস.এম. ফয়সল চিশতী,  আজম খান, এটিইউ তাজ রহমান, মেজর (অব.) খালেদ আখতার,  রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, উপদেষ্টা- সেলিম উদ্দিন, মেজর (অব.) আশরাফ উদ দৌলা, ড. নুরুল আজহার, মাহমুদুর রহমান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

জাহাঙ্গীরের মৃত্যুতে শোক : গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ জাহাঙ্গীদের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।  মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

 

রাইজিংবিডি/ঢাকা/১০ জুলাই ২০১৯/নঈমুদ্দীন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়