ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পদ্মা সেতুতে মাথার গুজব, বিএনপির প্রতি ইঙ্গিত কাদেরের

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৫, ১১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পদ্মা সেতুতে মাথার গুজব, বিএনপির প্রতি ইঙ্গিত কাদেরের

জ্যেষ্ঠ প্রতিবেদক: পদ্মা সেতুতে লক্ষ মানুষের মাথা আর রক্ত লাগবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুজব ছড়ানো হচ্ছে, সেটির উদ্যোক্তা হিসেবে বিএনপিকে ইঙ্গিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘কী নির্মম, কী নিষ্ঠুর! এসব অপপ্রচারও তারা (বিএনপি) করে। আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ; এখন শুরু করেছে অপপ্রচার। বিএনপির অপপ্রচার ছাড়া আর কোনো পুঁজি নেই। এসব অপ্রপচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।’

তিনি আরও বলেন, ‘আজকে সামাজিক যোগযোগ মাধ্যমে হঠাৎ গুজব। আর গুজবের ডালপালা বিস্তার লাভ করেছে। পদ্মা সেতু নিজের অর্থায়নে হচ্ছে, এটা তারা মানতে পারছে না। পদ্মা সেতু আজকে দুই কিলোমিটার দুশ্যমান এবং ৭১ ভাগ সার্বিক অগ্রগতি। এটা তাদের গায়ে জ্বালা ধরিয়ে দিয়েছে। সেজন্য বলে, পদ্মা সেতুর জন্য নাকি লক্ষ মানুষের মাথা আর রক্তের প্রয়োজন। এই রকম উদ্ভট উন্মাদের মতো বক্তব্য আসছে। এই সব অপপ্রচারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের অ্যাকটিভ হতে হবে। সর্বমুখী যুদ্ধে লিপ্ত হতে হবে। আজকে সাইবার অ্যাটাক হচ্ছে, এর বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। আওয়ামী লীগকে সময়ের উপযোগী, সময়ের চাহিদানুযায়ী মানুষের প্রয়োজনে যেমন নেতৃত্ব দিতে হবে, তেমনি অপ্রপচারের বিরুদ্ধে লড়াই চালাতে হবে।’ 

সামনে কঠিন লড়াই আসছে বলে নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এটা আমাদের মনে রাখতে হবে, সাইবার অ্যাটাকের মোকাবেলা করতে পেরেছি বলেই নির্বাচনে বিজয় ছিনিয়ে আনতে পেরেছি। সামনে কঠিন লড়াই আছে। আপনারা মনে করবেন না, বর্তমানে যেমন শান্তিপূর্ণ সময় যাচ্ছে, এমন যাবে। তামিল বিদ্রোহ শান্ত করে শ্রীলঙ্কা মনে করেছিলো তাদের দেশে শান্তি বিরাজ করবে। কিন্তু সেখানে সন্ত্রাসের যে হামলা হলো, সেভাবে এই দেশে তেমন ঘটনা বা হলি আর্টিজানের মতো ঘটবে না, এটা ভাববার কোনো কারণ নাই। কাজেই সতর্ক থাকতে হবে।’

আওয়ামী লীগের সম্মলনে প্রাথমিক সদস্য অভিযান সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘জাতীয় নির্বাচনে যেসব নতুন মুখ আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে, নৌকার পক্ষে মিছিল করেছে, তাদেরকে দলের প্রাথমিক সদস্য হিসেবে অন্তর্ভূক্তির বিষয়টিকেও আমাদের চিন্তা ভাবনা করতে হবে। আগামীকাল ওয়ার্কি কমিটির মিটিং, উপদেষ্টা কাউন্সলের মিটিং। আমরা আগামীকালের বৈঠক থেকে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেবো।’

আওয়ামী লীগের সদস্য করার ক্ষেত্রে দায়িত্বশীলদের সতর্ক থাকার পরামর্শ দেন দলটির দ্বিতীয় গুরুত্বপূর্ন এই নেতা।

‘আমাদের মনে রাখতে হবে আওয়ামী লীগের সদস্য পদ যাকে তাকে দিতে পারবো না। নির্বাচনের সময় জোয়ারে অনেকেই আওয়ামী লীগের প্রচারণায় অংশ নিয়েছে, নৌকার পক্ষে মিছিল করেছে; কিন্তু আমরা এখানে সবাইকে অন্তর্ভূক্ত করতে পারবো না। সেটা আমাদের নীতি আদর্শ কতোটা গ্রহণ করবে, ভাবতে হবে। চিহ্নিত সন্ত্রাসী, চিহ্নিত দুর্নীতিবাজ, স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক শক্তি কেউ আওয়ামী লীগের সদস্য হতে পারে না। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। আমাদের কোয়ালিটির ওপর গুরুত্ব দিতে হবে।’

তিনি বলেন, ‘আমাদের রাজনীতি এদেশের জনগণের জন্য। জনগণের কাছে যাদের ভাবমুর্তি প্রশ্নের সম্মুখীন, জনগণের কাছে যারা ভালো মানুষ হিসেবে গ্রহণযোগ্য নন, এই সব লোকের আওয়ামী লীগে কোনো প্রযোজন নেই।’

‘আমি নেতাকর্মীদের কাছে অনুরোধ করবো, দলকে খারাপ লোক থেকে মুক্ত করতে হবে। দলে বিশুদ্ধ রক্ত সঞ্চালন করতে চাই, দূষিত রক্তের কোনো প্রয়োজন নাই। দলে যাতে দূষিত রক্ত সঞ্চালন না হয়, এই ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং ব্যবস্থা নিতে হবে। দল করলে সকলকে নিয়ম এবং শৃঙ্খলা মেনে চলতে হবে। এটা যারা মানবেন না, তাদের দল করার কোনো অধিকার নাই।’

সরকারের বিরুদ্ধে কোনঠাসা করে বিপদে ফেলতে দেশে-বিদেশে আড়ালে ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি হাজী আবুল হাসনাতের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদ।

 

রাইজিংবিডি/ঢাকা/১১ জুলাই ২০১৯/রেজা/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়