ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

এরশাদের সম্ভাবনা যতদিন, লাইফ সাপোর্ট ততদিন

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১১, ১১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এরশাদের সম্ভাবনা যতদিন, লাইফ সাপোর্ট ততদিন

জ্যেষ্ঠ প্রতিবেদক: জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, যতদিন হুসেইন মুহম্মদ এরশাদের সুস্থ্য হবার সম্ভাবনা থাকবে, ঠিক ততদিন তাকে লাইফ সাপোর্টে রেখে চিকিৎসা দেয়া হবে।

বৃহস্পতিবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে এইচ এম এরশাদের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জিএম কাদের এ কথা বলেন।

এরশাদের ভাই জিএম কাদের বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা কোন কোন ক্ষেত্রে উন্নতি, আবার কোন কোন ক্ষেত্রে অবনতি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন,  তার পালস্ ও রক্তের চাপ স্বাভাবিক রয়েছে। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রয়েছে অক্সিজেন সাপোর্টে। আর ডায়ালাইসিসের মাধ্যমে সাবেক রাষ্ট্রপতির রক্তের বর্জ্য বের করা হয়েছে।

তিনি বলেন, হজম প্রক্রিয়ায় কিছুটা উন্নতি হয়েছে, তার মলের সাথে এখন আর রক্তক্ষরণ হচ্ছেনা। রক্তে প্লাটিলেট দেয়া হচ্ছে। কিডনী, লিভারসহ অন্যান্য অর্গানগুলো স্বভাবিকভাবে কাজ করলে এরশাদের লাইফ সাপোর্ট খুলে ফেলা হবে।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, এস.এম. ফয়সল চিশতী, মোঃ আজম খান, শফিকুল ইসলাম সেন্টু, এ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, উপদেষ্টা  ক্বারী হাবিবুল্লাহ বেলালী, মেজর (অব.) আশরাফ উদ দৌলা, ড. নুরুল আজহার, ভাইস চেয়ারম্যান  শামসুল আলম মাস্টার, বাহাউদ্দিন আহমেদ বাবুল, নুরুল ইসলাম নুরু, আমানত হোসেন আমানত প্রমুখ উপস্থিত ছিলেন।

পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ মন্ত্রীর পদমর্যাদায় সরকারিভাবেই চিকিৎসা নিচ্ছে। সরকার এ ব্যয় বহন করছে।  তবে ডাক্তাররা বিদেশ নেয়ার কথা বললে তাকে বিদেশ নিতে কোন সমস্যা হবে না। জাতীয় পার্টির নেতা-কর্মীদের শেষ রক্ত বিন্দু থাকতে এরশাদের উন্নত চিকিৎসায় কোন সমস্যা হবে না বলেও জানান তিনি।

এর আগে জাতীয় পার্টি মহানগর উত্তর এর উদ্যোগে বনানী কার্যালয়ে এরশাদের রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত হয়।

পার্টির মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সল চিশতীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে দোয়া পরিচালনা করেন ক্বারী হাবিবুল্লাহ বেলালী।


রাইজিংবিডি/ঢাকা/ ১১ জুলাই ২০১৯/নঈমুদ্দীন/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়