ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

অ্যাকশনে যাচ্ছে আওয়ামী লীগ

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৪, ২০ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অ্যাকশনে যাচ্ছে আওয়ামী লীগ

জ্যেষ্ঠ প্রতিবেদক : উপজেলা নির্বাচনে দলীয় মনোনয়নের বাইরে গিয়ে যারা নৌকার বিপক্ষে দাঁড়িয়েছেন, তাদের বিরুদ্ধে আগামী  ২৮ জুলাই থেকে অ্যাকশনে যাচ্ছে আওয়ামী লীগ। এর আগে অভিযুক্তদের অভিযোগের বিরুদ্ধে যাচাই-বাছাই করতে সংশ্লিষ্ট বিভাগীয় নেতাদের দায়িত্ব দেয়া হয়েছে।

শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘উপজেলা নির্বাচনে যারা বিদ্রোহ করেছে, যারা মদদ দিয়েছে; তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার বিষয়টি সভায় আলোচনা হয়েছে। এ পর্যন্ত প্রায় দুইশ  অভিযোগ পেয়েছি। এগুলো স্ব স্ব বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের আমরা দিয়েছি। কারণ কোনো কোনো অভিযোগ ব্যক্তিগত শত্রুতা থেকেও হতে পারে। ২৭ তারিখ পর্যন্ত তারা তা যাচাই-বাছাই করবে।’

‘২৮ তারিখ থেকে আমরা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপে যাব। এক্ষেত্রে অপরাধ বিবেচনায় নিয়ে কাউকে বহিষ্কার এবং কাউকে শোকজ দেয়া হবে। অনেককে কারণ দর্শাতে বলা হয়েছে।’

অভিযোগে কতজন এমপি-মন্ত্রী আছে কি না-জানতে চাইলে তা এড়িয়ে গিয়ে ওবায়দুল কাদের বলেন, অভিযোগ এসেছে, অভিযোগ আসছে। আমরা বিষয়গুলো দেখছি।

জাতীয় নির্বাচনে যারা নৌকার বিদ্রোহী ছিলেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে কি না-জানতে চাইলে তিনি বলেন, ‘এবার জাতীয় নির্বাচনে বিদ্রোহ সবচেয়ে কম। কম বলেও যে শাস্তি হবে না তা নয়। কোনো কোনো জায়গায় এমন আছে, সাংগঠনিক ও প্রশাসনিকভাবে ব্যবস্থা নেয়া হয়। শৃঙ্খলা বিরোধী কারণে তাকে নমিনেশন থেকে বাদ দেয়াও কিন্তু একটা শাস্তি।’

‘যারা বিদ্রোহ করেছে ধরে নিতে পারেন আগামী নির্বাচনে তাদের নমিনেশন পাওয়ার বিষয়টি গ্রহণযোগ্য হবে না। শাস্তি শুধু বহিষ্কার করলে হয় এমনটা নয়, দলের শাস্তি অন্যভাবেও দেয়া যায়।’

 

রাইজিংবিডি/ঢাকা/২০ জুলাই ২০১৯/রেজা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়