ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘সরকার সুপরিকল্পিতভাবে দেশকে রাজনীতি শূন্য করছে’

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩২, ১৭ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সরকার সুপরিকল্পিতভাবে দেশকে রাজনীতি শূন্য করছে’

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,  সরকার সুপরিকল্পিতভাবে বাংলাদেশকে রাজনীতি শূন্য করে তুলছে। রাজনৈতিক দলগুলো যাতে রাজনীতি করতে পারে সেজন্য তারা সংবিধানে একে একে পরিবর্তন নিয়ে আসছে।

শনিবার সকালে এক যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মো. আব্দুল করীমের নেতৃত্বে শতাধিক নেতাকর্মীর যোগদান উপলক্ষে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিএনপি মহাসচিব বলেন, ‘তাদের (সরকার) মূল উদ্দেশ্য হচ্ছে- দেশে এক দল থাকবে, আর কোনো দল থাকবে না।তারা সেটা আওয়ামী লীগকেই ক্ষমতায় রাখতে চায়। এটা তাদের বহুদিনের ইচ্ছা। ১৯৭৫ সালে আওয়ামী লীগ বাকশাল প্রতিষ্ঠা করেছিল, বর্তমানে আওয়ামী লীগ আবার একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাচ্ছে।’

তিনি বলেন, ‘আমাদের কথা খুব পরিস্কার -সবার আগে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। উনি মুক্ত না হলে গণতন্ত্রকে মুক্ত করা যাবে না। ’


রাইজিংবিডি/ঢাকা/১৭ আগস্ট ২০১৯/সাওন/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়