ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই দিনের কর্মসূচি

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৩, ১৯ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই দিনের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক : প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দুই দিনের কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

কর্মসূচির মধ্যে রয়েছে ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে র‌্যালি এবং পরদিন (২ সেপ্টেম্বর) আলোচনা সভা।

সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে প্রেসব্রিফিং-এ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।

তিনি বলেন, র‌্যালি থেকে গণতন্ত্র পুনরুদ্ধার ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয় সামনে আনতে চাই।

এছাড়া কর্মসূচির মধ্যে রয়েছে, ১ সেপ্টেম্বর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ৬টায় দলীয় পতাকা উত্তোলন। সকাল ১০টায় বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতাকর্মীরা শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে পোষ্টার ও ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

সারাদেশে কর্মসূচি : দেশব্যাপী বিএনপির সকল ইউনিট সকাল ৬টায় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করবে। স্থানীয় সুবিধানুযায়ী দলের জেলা ও মহানগরসহ বিভিন্ন পর্যায়ের ইউনিটগুলো দিবসটি উপলক্ষে কর্মসূচি গ্রহণ করবে। কেন্দ্রের মত অনুরূপভাবে সারাদেশে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হবে।

যৌথ সভায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

 

রাইজিংবিডি/ঢাকা/১৯ আগস্ট ২০১৯/সাওন/নবীন হোসেন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়